Views Bangladesh Logo

ভারতের উদ্দেশে ঢাকা ছাড়লো বাংলাদেশ ক্রিকেট দল

 VB  Desk

ভিবি ডেস্ক

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করার পর দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ভারতের উদ্দেশে রওনা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। রবিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টার ফ্লাইটে চেন্নাইয়ের উদ্দেশে ঢাকা ছাড়েন শান্ত- মুশফিক-লিটনরা। অন্যদিকে সকাল থেকেই টানা বৃষ্টির মাঝেই বাংলাদেশ দলকে বিদায় জানাতে বিমানবন্দরে ভিড় জমান ক্রিকেটপ্রেমী ভক্তরা।

ঢাকা ছাড়ার আগে শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি বলেন, ‘পুরো দল হিসেবে খেলাটা গুরুত্বপূর্ণ। আমরা চেষ্টা করব, যাতে ভালো ক্রিকেট খেলা যায়। বাংলাদেশ দল জিতুক এটাই পরিকল্পনা। সেই লক্ষ্যেই আমরা মাঠে নামবো। আর আমি নিজেও ভালো প্রস্তুতি নিতে পেরেছি। সর্বোচ্চ চেষ্টা করব দলের হয়ে অবদান রাখার।’

ভারত সিরিজ চ্যালেঞ্জিং হবে-এ মন্তব্য করে টাইগার অধিনায়ক আরও বলেন, ‘এই সিরিজটা আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে। কারণ তারা আমাদের থেকে র‌্যাংকিংয়ে অনেক এগিয়ে। আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা। কারণ বেশিরভাগ ম্যাচে শেষ দিনে গিয়ে ফলাফল হয়। তাই শেষ দিন পর্যন্ত খেলা নিতে পারলে আমাদের হয়তো একটা সুযোগ থাকবে।”

বাংলাদেশ টেস্ট স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, শাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন কুমার দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, জাকের আলী অনিক, নাঈম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।

ভারত ও বাংলাদেশের মধ্যকার প্রথম টেস্টটি আগামী ১৯ সেপ্টেম্বর চেন্নাইতে শুরু হবে। দ্বিতীয় টেস্টটি হবে শুরু হবে ২৭ সেপ্টেম্বর থেকে। ভেন্যু হচ্ছে কানপুর।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ