রাতে ওয়েস্ট উইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ
চলতি বছরের শেষ টেস্ট ম্যাচ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচটি খেলতে আজ রাতে মাঠে নামছে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় শুক্রবার (২২ নভেম্বর) রাত ৮টায় অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
ক্যারিবিয়ান সফর শুরু করার জন্য অ্যান্টিগায় বাংলাদেশের কোনো সুখকর স্মৃতি নেই। কারণ এর আগে এই মাঠে বাংলাদেশ হেরেছে ৭ উইকেটের ব্যবধানে। যেখানে দুই ইনিংসে ১০৩ ও ২৪৫ রানেই গুটিয়ে গিয়েছিল টাইগাররা।
এদিকে ইনজুরির কারণে দলে নেই অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং অভিজ্ঞ মুশফিকুর রহিম। শান্তর অনুপস্থিতিতে দলের নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ।
প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিকের কারণে এই ম্যাচের একাদশে থাকতে পেসার হাসান মুরাদ। তার সঙ্গে দেখা যেতে পারে নাহিদ রানা এবং তাসকিন আহমেদ বা শরিফুল ইসলামকে। অপরদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে না খেলা আলজারি জোসেফ আছেন উইন্ডিজ দলে। কন্ডিশন বিবেচনায় দুই দলের একাদশেই থাকতে পারে তিন পেসার।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে