চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শেষে রাতে দেশে ফিরছেন শান্তরা
চলমান আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ দল। হতাশাজনক পারফরম্যান্সের পর শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে দেশে ফিরছেন শান্তরা।
আজ রাত ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের পৌঁছানোর কথা রয়েছে।
ভারতের কাছে বড় ব্যবধানে হার দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করে বাংলাদেশ দল। ওই ম্যাচে টপ অর্ডাররা ব্যর্থ হওয়ায় বড় স্কোর গড়তে পারেনি টাইগাররা। যার ফলে বোলাররা ছোট রানের বিরুদ্ধে লড়াই করলেও প্রতিপক্ষের কাছে শান্তদের হারতে হয়। পরের ম্যাচেও টাইগারদের ব্যাটিং ব্যর্থতা অব্যাহত থাকে। সেখানেও শান্ত-মুশফিক-রিয়াদরা ২৫০ রানও করতে পারেনি।
গতকাল বৃহস্পতিবার পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ছিল শেষ ম্যাচ। বৃষ্টির কারণে টস দেরি হয়। প্রায় দেড় ঘণ্টা অপেক্ষার পর ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়। দুই দলই একটি করে পয়েন্ট পায়।
ফলে তিন ম্যাচ খেলে এক পয়েন্ট নিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ করে বাংলাদেশ। দুটি ম্যাচে তারা হারে আর একটি ম্যাচ পরিত্যক্ত হয়। তবে নেট রান রেটে এগিয়ে থাকায় পাকিস্তানের চেয়ে তৃতীয় স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করে টাইগাররা।
তবে ক্রিকেটারদের বিশ্রাম নেয়ার সময় বেশি নেই। তাদের শিগগিরই ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেলতে মাঠে নামতে হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে