বড় জয়ে সিরিজ শুরু টাইগারদের
জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শুরুটা দুর্দান্ত হয়েছে বাংলাদেশের। শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সফরকারীদের ৮ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে নাজমুল হোসেন শান্তর দল। এই জয়ের ফলে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।
জিম্বাবুয়ের দেওয়া ১২৫ রানের লক্ষ্যে টাইগাররা পৌঁছে গেছে ২৮ বল হাতে রেখে। অভিষেকেই ম্যাচজয়ী ইনিংস খেলেছেন তানজিদ হাসান তামিম। ৪৭ বলে ৬৭ রান করে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন এই বাঁহাতি। তাঁর ইনিংসে ছিল ৮টি চার ও ২টি ছক্কা। তাওহিদ হৃদয় অপরাজিত ছিলেন ১৮ বলে ৩৩ রানে। অধিনায়ক শান্তর ব্যাট থেকে এসেছে ২১ রান।
এর আগে, টসে জিতে জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ দলপতি শান্ত। দুই পেসার তাসকিন আহমেদ ও সাইফুদ্দিন আহমেদের বোলিং নৈপুণ্যে ২০ ওভারে ১২৪ রানে অলআউট হয় সফরকারী জিম্বাবুয়ে। সাইফউদ্দিন ও তাসকিন দুজনই শিকার করেন তিনটি উইকেট করে উইকেট।
বাংলাদেশি বোলারদের দারুণ বোলিংয়ে ৪১ রানেই ৭ উইকেট হারিয়ে বসেছিল জিম্বাবুয়ে। বিপর্যয় সত্ত্বেও উইকেটরক্ষক-ব্যাটার ক্লাইভ মাদান্দে (৪৩) এবং ওয়েলিংটন মাসাকাদজা (৩৪) অষ্টম উইকেটে ৭৫ রানের জুটি গড়েন। ফলে জিম্বাবুয়ে পায় সম্মানজনক স্কোর।
ম্যাচসেরার পুরস্কার উঠেছে পেসার তাসকিন আহমেদের হাতে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে