Views Bangladesh

Views Bangladesh Logo

কানপুর টেস্টে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

 VB  Desk

ভিবি ডেস্ক

শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪

ভারত ও বাংলাদেশে মধ্যকার সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হয়েছে। শুক্রবার (২৭ সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া এই টেস্টে টস হেরে আগে ব্যাট করছে শান্ত-সাকিব-মুশফিকরা।

কানপুর টেস্টের আগের দুই দিন বৃষ্টি হওয়ার শঙ্কা ছিল। হয়েছেও তাই। এর ফলে ভেজা আউটফিল্ডের কারণে প্রায় এক ঘণ্টা বিলম্বে খেলা শুরু হয়। খেলা শুরু হওয়ার কথা ছিল আজ সকাল ১০টায়।

এদিকে টস জিতে ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেন, পিচটি কিছুটা নরম বলে মনে হচ্ছে। তাই আমাদের প্রথম সেশনটা কাজে লাগাতে হবে। আমরা চাই আমাদের তিন পেসার এটা কাজে লাগাক।

অন্যদিকে বাংলাদেশেরে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, যেকোনো পরিস্থিতিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিতেন তিনি।

তিনি বলেন, ‘একজন ব্যাটার হিসেবে আমরা যদি ভালো শুরু করি তাহলে আমরা ভালো স্কোর করতে পারবো। আশা করি আমাদের ব্যাটাররা বড় স্কোর করতে পারবে। ব্যাট করার জন্য এটা একটা ভালো উইকেট বলে মনে হচ্ছে।‘

গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশের একাদশে নেই তাসকিন আহমেদ ও নাহিদ রানা। তাদের বদলে এসেছেন খালেদ আহমেদ ও তাইজুল ইসলাম।

বাংলাদেশ একাদশ
জাকির হাসান, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও খালেদ আহমেদ।

ভারতের একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুবমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, রবীন্দ্র জাদেজা, রিষভ পন্ত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, যশপ্রীত বুমরা ও মোহাম্মদ সিরাজ।

এর আগে চেন্নাই টেস্টে ২৮০ রানের বিশাল ব্যবধানে জয় পায় টিম ইন্ডিয়া। এই ম্যাচ জিতলে সিরিজে হোয়াইটওয়াশ করার সুযোগ থাকছে বিরাটদের সামনে। এ ছাড়াও টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের নিরিখে ধরলে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টিম ইন্ডিয়ার কাছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ