Views Bangladesh Logo

নারী বিশ্বকাপ বাছাইয়ে রেকর্ড গড়ে জিতল বাংলাদেশ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

পাকিস্তানের লাহোরে আইসিসি ওয়ানডে নারী বিশ্বকাপের বাছাই পর্বের বাংলাদেশের প্রথম ম্যাচে বেশ কিছু রেকর্ড হয়েছে। মেয়েদের ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে দ্রুততম সেঞ্চুরি করলেন নিগার সুলতানা জ্যোতি। নিজেদের ইতিহাসে সর্বোচ্চ দলীয় রান সংগ্রহের রেকর্ড গড়ল বাংলাদেশ। ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌস বোলিংয়ে অবিশ্বাস্য পারফরম্যান্স দেখিয়ে ৫টি করে উইকেট শিকার করলেন। এমন রেকর্ডের ম্যাচে থাইল্যান্ডকে ১৭৮ রানে হারাল বাংলাদেশের মেয়েরা। এই জয়ে নারী বিশ্বকাপের বাছাই পর্বে দুর্দান্ত সূচনা হয়েছে তাদের। বাংলাদেশের পরবর্তী ম্যাচ আয়ারল্যান্ডের বিপক্ষে, ১৩ এপ্রিল।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে টস হেরে আগে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরুটা অস্বস্তিকর হলেও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সেঞ্চুরি (১০১), শারমিন আক্তারের অপরাজিত ৯৪ ও ফারজানা হকের ৫৩ রানের সুবাদে ৩ উইকেট হারিয়ে ২৭১ রান সংগ্রহ করে তারা। জবাবে মাত্র ৯৩ রানে অলআউট হয় থাইল্যান্ড।

ব্যাটিংয়ে নেমে ইনিংসের চতুর্থ ওভারেই উদ্বোধনী জুটি ভেঙে যায় বাংলাদেশের। ইশমা তানজিম মাত্র ৮ রানে ফেরেন। এরপর দ্বিতীয় উইকেটে ১০৪ রানের লম্বা জুটি গড়ে বাংলাদেশকে এগিয়ে দেন ফারজানা ও শারমিন। ৮২ বল খেলে ৪টি চারের সাহায্যে ৫৩ রান করে ফারজানা আউট হলে ভাঙে এ জুটি। তবে তৃতীয় উইকেটে আবার শতরানের জুটি গড়ে বাংলাদেশ। এবার শারমিন ও জ্যোতি মিলে ১৫২ রানের জুটি উপহার দেন। এ জুটি গড়ার পথে রেকর্ড গড়েন জ্যোতি। ৮০ বলে ১৫টি চার ও একটি ছক্কায় ১০১ রানের অনবদ্য ইনিংস খেলেন বাংলাদেশ অধিনায়ক। ওয়ানডে ফরম্যাটের ক্রিকেটে এটি তার প্রথম সেঞ্চুরির রেকর্ড। বাংলাদেশের তৃতীয়। এর আগে দুটি সেঞ্চুরিই এসেছে ফারজানা হকের ব্যাট থেকে। ২০২৩ সালে মিরপুরে ভারতের বিপক্ষে ১৫৬ বলে সেঞ্চুরি করেছিলেন ফারজানা। এতদিন মেয়েদের ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরি ছিল এটিই। এবার ফারজানাকে পেছনে ফেললেন জ্যোতি। মেয়েদের ওয়ানডেতে ৪৫ বলে সেঞ্চুরির বিশ্ব রেকর্ডটি অস্ট্রেলিয়ান কিংবদন্তি মেগ ল্যানিংয়ের দখলে।

রেকর্ডগড়া সেঞ্চুরির পর জ্যোতি উইকেট হারালেও শারমিনের তিন অংকের ম্যাজিক ফিগারের দেখা না পাওয়ার আফসোস রয়েই গেল। ১২৬ বলে অপরাজিত ৯৪ রানের ইনিংস খেলার পথে শারমিন ১১টি চার মেরেছেন। এক ম্যাচে জোড়া সেঞ্চুরি মিস হলেও সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড ঠিকই গড়ল বাংলাদেশ।

গত বছর নভেম্বরে মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে ৪ উইকেটে ২৫২ ছিল ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এবার এই স্কোর টপকে গেল বাংলাদেশ।

রান-পাহাড়ে চাপা পড়ে লড়াই করে বেশি দূর যেতে পারেনি থাইল্যান্ডের মেয়েরা। ফাহিমা আর জান্নাতুলের বিধ্বংসী বোলিংয়ের সামনে দলীয় রান শতকের ঘরে যাওয়ার আগে অসহায় আত্মসমর্পণ করে থাইল্যান্ড। ২৮ ওভার ৫ বল খেলে ৯৩ রান করে তারা। যেখানে অতিরিক্ত থেকে আসে ৭ রান। অবিশ্বাস্যকর বোলিং পারফরম্যান্স দেখান ফাহিমা। ৫ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৫টি উইকেট শিকার করেন এই বোলার। ৮ ওভার ৫ বলে ২১ রান দিয়ে ৫ উইকেট নেন জান্নাতুল।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ