সিরিজ জয় নিশ্চিত করতে বাঘিনীদের প্রয়োজন ১৯৪ রান
ঢাকার শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় এক দিনের আন্তর্জাতিক ম্যাচে ১৯৩ রানে অলআউট হয়েছে আইরিশ নারী ক্রিকেট দল। সিরিজ জয় নিশ্চিত করতে বাংলাদেশি বাঘিনীদের প্রয়োজন ১৯৪ রান।
আজ সকালে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আইরিশ দল। পাওয়ারপ্লের ১০ ওভারে মাত্র ৩২ রান তোলে দুই ওপেনার আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে গেলে চাপের মধ্যে পড়ে আইরিশরা। এরপর, অধিনায়ক অ্যামি হান্টার ও অরলা প্রেনডারগাস্টের ৯১ রানের জুটিতে কিছুটা স্বস্তি ফিরে পায় আইরিশ শিবির। তবে দলীয় ১২৬ রানের মাথায় প্রেনডারগাস্ট ৩৭ রান করে আউট হন এবং এক রান পরেই অধিনায়ক অ্যামিও আউট হন ৬৮ রান করে। লরা ডেলানি ৩৩ এবং রেমন্ড হোয়ি’র ২১ রানে আইরিশদের ইনিংস শেষ হয় ১৯৪ রানে।
বাংলাদেশি বোলাররা আইরিশ ব্যাটারদের রান চাপের মধ্যে রেখে নিয়ন্ত্রিত বোলিং করেন। সুলতানা খাতুন ১০ ওভারে ৩২ রান দিয়ে ২ উইকেট নেন, নাহিদা আক্তারও সমান রান দিয়ে ১ উইকেট নেন। এ ছাড়া, স্বর্ণা ৪ ওভারে মাত্র ৬ রান দিয়ে ১ উইকেট তুলে নেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে