অনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ: জয় দিয়ে শুরু বাংলাদেশের যাত্রা
মালয়েশিয়ায় চলমান আইসিসি নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠেছে শনিবার (১৮ জানুয়ারি)। টুর্নামেন্টের উদ্বোধনী দিন বাংলাদেশের প্রতিপক্ষ ছিল নেপাল। সুমাইয়া আক্তারের নেতৃত্বাধীন বাংলাদেশ জয় দিয়েই বিশ্বকাপে যাত্রা করেছে। প্রথম ম্যাচে নেপালকে ৫ উইকেটে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু মেয়েদের। আগে ব্যাটিংয়ে নামা নেপালকে ৫২ রানে আটকে রাখলেও রান তাড়া করতে গিয়ে ৫ উইকেট হারায় জুনিয়র ট্রাইগ্রেসরা।
প্রথম ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নামা ওপেনার সানা প্রাভিনের দৃঢ়তায় দলীয় রান ৫০ পার করে নেপাল। এই ব্যাটার উইকেটের এক প্রান্ত আগলে রাখেন। তবে অন্য প্রান্তে উইকেট পতন ঘটতে থাকে নিয়মিত। এক পর্যায়ে সানাও আউট হন ৩২ বলে ১৯ রান করে। সানা ছাড়া দুই অঙ্ক ছুঁতে পারেন শুধু ছয়ে নামা সিমানা কেসি (১০)। তাদের দলের আর কোনো ব্যাটার ৫ রানের বেশি করতে পারেননি।
বাংলাদেশের পক্ষে দুই উইকেট শিকার করেন জান্নাতুল মাওয়া। ভালো বোলিং করেন অন্যরাও। তবে নেপালের সর্বনাশ হয় রানিং বিটুউইন দ্য উইকেটে। রান আউট হন তাদের পাঁচ ব্যাটার। নেপালের পুরো ইনিংসে বাউন্ডারি ছিল তিনটি।
রান তাড়ায় বাংলাদেশও ধুঁকতে থাকে শুরুতে। প্রথম তিন ব্যাটার বিদায় নেন ১১ রানের মধ্যে। পরে সাদিয়া ইসলাম ও অধিনায়ক সুমাইয়া আক্তার দলকে এগিয়ে নেন কিছুটা। তবে তারা দুজনও কাজ শেষ করতে পারেননি। আফিয়া ইসলাম ইরা ও জান্নাতুল মাওয়া দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়ে ফেরেন।
অন্যদিকে, বাংলাদেশের গ্রুপে থাকা স্কটল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। তবে ‘ডি’ গ্রুপে ২ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। দুইয়ে অস্ট্রেলিয়া। সুমাইয়াদের পরবর্তী ম্যাচ ২০ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে