Views Bangladesh Logo

হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে পারল না বাংলাদেশের নারীরা

Sports Desk

ক্রীড়া ডেস্ক

য়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচেও ৫ উইকেটের ব্যবধানে হারে নিগার সুলতানার দল।

ওয়ার্নার পার্কে অনুষ্ঠিত এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১০৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। দলের পক্ষে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি সর্বোচ্চ ৩৩ রান করেন ৪৩ বলে। এছাড়া ওপেনার দিলারা আক্তার ১৬ বলে ২১ রান, মুর্শিদা খাতুন ১৩ বলে ১২ এবং তাজ নেহার ১০ বলে ১০ রান করেন।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে জেনেলিয়া গ্লাসগো দুর্দান্ত বোলিং করেন। ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন তিনি, যার ফলে ম্যাচসেরা নির্বাচিত হন তিনি।

১০৫ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ শুরুতে কিছুটা চাপে পড়ে। বাংলাদেশের বোলাররা দ্রুত ব্রেকথ্রু এনে দেন। অফ-স্পিনার সুলতানা খাতুন দ্বিতীয় ওভারেই ওয়েস্ট ইন্ডিজের ওপেনার নেরিসা ক্রাফটনকে ৭ রানে আউট করেন। ১২ ওভারের মধ্যে স্বাগতিকদের স্কোর দাঁড়ায় ৬১/৫। এর ফলে জমে ওঠে ম্যাচ।

তবে ষষ্ঠ উইকেটে শাবিকা গজনাবি (২৫ বলে ২৭ রান) ও জেইদা জেমস (১৪ বলে ২২ রান) অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। ওয়েস্ট ইন্ডিজ ১৮.৩ ওভারে ১০৫ রান করে ৫ উইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে। ফলে ৩-০ ব্যবধানে সিরিজ নিজেদের করে নেয় ক্যারিবীয়রা।

বাংলাদেশের হয়ে সুলতানা খাতুন ও লেগ স্পিনার ফাহিমা খাতুন দুটি করে উইকেট নেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ