Views Bangladesh Logo

তিতুমীর কলেজ ‘শাটডাউন’ ঘোষণা শিক্ষার্থীদের

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে রাষ্ট্রীয় ঘোষণা না দেওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য শাটডাউন ঘোষণা করেছেন কলেজটির আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে এক দফা দাবিতে টানা ১১ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়েছেন তারা।

রোববার (২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীরা বলেন, আগে আমাদের আন্দোলন শিথিল করা হলেও এবার তা করা হবে না।

ঘোষণা অনুযায়ী, সোমবার সকাল থেকে শাটডাউন থাকবে তিতুমীর কলেজ। এর আওতায় অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। এ ছাড়া বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত অর্থাৎ ১১ ঘণ্টা আমতলী, মহাখালী এবং গুলশান লিংক রোড অবরোধ কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা।

এ ছাড়াও সংবাদ সম্মেলনে ৩ দফা ঘোষণা করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এগুলো হলো-

১. তিতুমীরকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি দিয়ে একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে।
২. শিক্ষা উপদেষ্টার বক্তব্য প্রত্যাহার করতে হবে।
৩. তিতুমীর কমিশন গঠনে আইন উপদেষ্টা বাধা দিয়েছেন। এর তদন্ত করতে হবে। আইন উপদেষ্টাকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

এর আগে তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করার দাবিতে গত ২৯ জানুয়ারি থেকে আমরণ অনশন কর্মসূচির ডাক দেয় শিক্ষার্থীরা। টানা পঞ্চম দিনের মতো রোববারও অনশনসহ বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখে তারা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ