Views Bangladesh Logo

এবার ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কর্মসূচির ডাক তিতুমীর কলেজ শিক্ষার্থীদের

 VB  Desk

ভিবি ডেস্ক

টানা আমরণ অনশন চালিয়ে যাচ্ছেন রাজধানীর সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে গত বুধবার বিকেল ৫টা থেকে তাদের এ কর্মসূচি শুরু হয়। এরইমধ্যেই বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিসহ ৭ দফা দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কর্মসূচির ডাক দিয়েছেন শিক্ষার্থীরা।

তাদের দাবিগুলো হলো–রাষ্ট্রীয় স্বীকৃতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ, বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম পরিচালনা, শতভাগ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা নিশ্চিতকরণ বা অনতিবিলম্বে শতভাগ শিক্ষার্থীর আবাসিক খরচ বহন ও ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আইন ও সাংবাদিকতা বিষয় চালু করা। এ ছাড়াও একাডেমিক কার্যক্রম পরিচালনার জন্য যোগ্যতাসম্পন্ন পিএইচডিধারী শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষার গুণগত মান শতভাগ বৃদ্ধির লক্ষ্যে আসন সংখ্যা সীমিতকরণ ও আন্তর্জাতিক মানের গবেষণাগার নির্মাণের লক্ষ্যে জমি ও আর্থিক বরাদ্দ নিশ্চিতকরণ।

এ ব্যাপারে শুক্রবার রাত সাড়ে ১১টায় সংবাদ সম্মেলনে তারা বলেন, শনিবার বিকেল ৪টার মধ্যে দাবি মেনে নেয়া না হলে অনির্দিষ্টকালের জন্য ‘বারাসাত ব্যারিকেড টু নর্থ সিটি’ কর্মসূচি পালন করা হবে। রেল ও সড়কপথ এই কর্মসূচির আওতাভুক্ত থাকবে। তবে বিশ্ব ইজতেমার জন্য ধর্মপ্রাণ মুসলিমদের কথা বিবেচনা করে ভোর ৬টা থেকে সকাল ১১টা পর্যন্ত ব্যারিকেড শিথিল থাকবে।

আর এই কর্মসূচি ঘোষণার আগে রাত সাড়ে ৯টার দিকে গুলশান-১ নম্বর গোলচত্বর অবরোধ করেন আন্দোলকারী শিক্ষার্থীরা। পরে প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখার পর রাত সাড়ে ১০টার দিকে আবারও কলেজের সামনে গিয়ে সড়ক আটকে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে হল থেকে নারী শিক্ষার্থীরাও বেরিয়ে এসে কর্মসূচিতে সমর্থন জানান।

এর আগে বৃহস্পতিবার রাতে ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. নুরুজ্জামান। তবে শিক্ষার্থীরা বলছেন, তিনি (সচিব) নির্দিষ্ট কোনো আশ্বাস দিতে পারেননি। এ কারণে শিক্ষার্থীরা অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ