Views Bangladesh

Views Bangladesh Logo

বগুড়ায় ব্যাংকের সিন্দুক কেটে ২৯ লাখ টাকা লুট

District  Correspondent

জেলা প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৩ জুন ২০২৪

গুড়া সদর উপজেলায় আইএফআইসি ব্যাংকের একটি শাখার সিন্দুক কেটে ২৯ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে। পুলিশের ধারণা, বুধবার (১২ জুন) দিবাগত রাতে বগুড়া শহরের মাটিডালি এলাকায় অবস্থিত ব্যাংকটির উপশাখায় লুটের ঘটনাটি ঘটে।

বৃহস্পতিবার (১৩ জুন) দুপুরে সংবাদমাধ্যমকে এ বিষয়‌টি নিশ্চিত করেছেন বগুড়ার অতি‌রিক্ত পু‌লিশ সুপার (সা‌র্বিক) স্নিগ্ধ আখতার।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার দিবাগত রাত ২টার পরে আইএফআইসি ব্যাংকের সিন্দুক ভেঙে ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা চুরি করে দুর্বৃত্তরা। এই ব্যাংকে ম্যানেজারসহ চারজন কর্মরত রয়েছেন। ব্যাংকের সিন্দুকে টাকা রেখে চলে যান কর্মকর্তারা। বৃহস্পতিবার সকালে তারা ব্যাংকে গিয়ে দেখে সিন্দুক ভাঙা। পরে পুলিশকে খবর দেয়া হয়।

এ বিষয়ে ব্যাংকটির ম্যানেজার ফাহমিদা ফিরোজা জানান, চুরির বিষয়ে তার কিছু জানা নাই। পুলিশের কাছে সব তথ্য আছে।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার বলেন, চুরির খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এখানে ব্যাংকের ভেতরে সিসি ক্যামেরা রয়েছে। আমরা সেগুলো পর্যবেক্ষণ করছি। ব্যাংক কর্মকর্তারা আমাদের জানিয়েছেন তাদের এখানে গচ্ছিত ২৯ লাখ টাকা চুরি হয়েছে।

এর আগে চলতি বছরের ২৬ জানুয়ারি বগুড়া সদর উপজেলার পল্লীমঙ্গল হাটে এনআরবিসি ব্যাংকের ভল্ট থেকে ৯ লাখ ৭৮ হাজার টাকা চুরি করে দুর্বৃত্তরা।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ