Views Bangladesh Logo

ভোমরা স্থলবন্দর দিয়ে ৩৯১ কোটি টাকার আদা আমদানি

 VB  Desk

ভিবি ডেস্ক

লতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে আদা আমদানি গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণের বেশি বেড়েছে। দেশের বাজারে বাড়তি চাহিদা মেটাতে আমদানি বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ী ও আমদানিকারকরা।

ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা সূত্রে জানা যায়, ২০২২-২৩ অর্থবছরের জুলাই-এপ্রিল পর্যন্ত এ বন্দর দিয়ে আদা আমদানি হয়েছিল ১৪ হাজার ৮০০ টন। যার আমদানি মূল্য ছিল ১৪৩ কোটি ২ লাখ টাকা। ২০২৩-২৪ অর্থবছরের একই সময়ে ভোমরা বন্দর দিয়ে আদা আমদানির পরিমাণ বেড়ে ৩৫ হাজার ৭৬২ টনে দাঁড়িয়েছে। এ সময় আমদানীকৃত আদার মোট মূল্য ছিল ৩৯১ কোটি টাকা। এ হিসাবে চলতি অর্থবছর এ বন্দর দিয়ে আদার আমদানি ২০ হাজার ৯৬২ টন বেড়েছে।

এ বিষয়ে ভোমরা বন্দরের মসলাজাত পণ্য আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবু হাসান জানান, দেশের বাজারে ভালো চাহিদা থাকায় তার প্রতিষ্ঠান সম্প্রতি আদা আমদানি বাড়িয়েছে। এ পণ্যের আমদানি গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছর অন্তত ৬০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন তিনি।

তিনি আরো বলেন, ‘‌আমদানীকৃত এসব আদা স্থানীয় বাজারের পাশাপাশি ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হয়।’

সাতক্ষীরা জেলা কৃষি বিপণন কর্মকর্তা এসএম আব্দুল্লাহ বলেন, ‘‌বাজারে আদা ও জিরার দাম কমেছে। তবে অন্যান্য মসলাজাত পণ্যের দামও যেন স্বাভাবিক থাকে সেদিকেও নজর রাখা হচ্ছে। অতিরিক্ত মুনাফা করার জন্য কোনো ব্যবসায়ী নিত্যপণ্যের দাম বেশি নিলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ