Views Bangladesh Logo

টিআরিএনবি’র গোলটেবিলে ঘোষণা

এখন থেকেই মিলবে ৫’শ টাকায় ১০ এমবিপিএস ইন্টারনেট

ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীদের এখন থেকে ৫০০ টাকায় ৫ এমবিপিএসের বদলে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট দেওয়ার ঘোষণা দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)।

শনিবার (১৯ এপ্রিল) আগারগাঁওয়ে বিটিআরসি অডিটোরিয়ামে টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) আয়োজিত ‘ইন্টারনেট সেবা: সমস্যা, সম্ভাবনা ও করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ সিদ্ধান্ত জানান আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক।

লাইসেন্সের মেয়াদ ১০ বছর করার দাবি জানিয়ে তিনি বলেন, পাঁচ বছর মেয়াদের লাইসেন্সের মাধ্যমে একজন বিনিয়োগকারী বিনিয়োগ উঠে আসার পূর্ব নিশ্চয়তা নিয়ে ব্যবসা শুরু করতে পারেন না। দশ বছরে মেয়াদ হলে এ বিনিয়োগ উৎসাহিত হবে।

তিনি আরও বলেন, 'ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ের ক্ষেত্রে ব্যান্ডউইথের পাইকাড়ি মূল্য এবং ট্রান্সমিশনের দাম কমানো হলে আরও সুলভে মানসম্পন্ন ইন্টারনেট সেবা দেওয়া সম্ভব হবে।'

এসময় গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিভাগের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়্যব এই সিদ্ধান্তকে স্বাগত জানান।

তিনি বলেন, 'এই দামে সবাই ইন্টারনেট দিচ্ছে কিনা তা আপনাদেরই মনিটর করতে হবে।'

বাংলাদেশে ইন্টারনেট সেবা হবে নাগরিক অধিকার একথা উল্লেখ করে তিনি বলেন, 'ইন্টারনেট বন্ধ করার কলাকানুন বন্ধ করে দেওয়া কথা উল্ল্যেখ করে ২০০১ আইনে পরিবর্তন আনার কথা বলেন। যাতে করে ইন্টারনেট সেবা বন্ধের সুযোগ চিরতরে বন্ধ দেওয়া যায়। একই সঙ্গে ইন্টারনেটকে নাগরিক অধিকার ঘোষণা করা হবে।'

তিনি জানান, লাইসেন্সিং ক্যাটাগরি কমিয়ে তিনটিতে নিয়ে আসা হবে। আগামী জুনের মধ্যেই টেলিযোগাযোগ খাতের নেটওয়ার্ক ও লাইসেন্সিং কাঠামো প্রস্তুত করার কথাও বলেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী বলেন, 'যারা যারা ফিক্সড ব্রডব্যান্ড সেবা দেবে তারা ওয়্যারলেস দিতে পারবে না, আর যারা ওয়্যারলেস সেবা দেয় তারা ফিক্সড ব্রডব্যান্ড সেবা দিতে পারবে না।'

ফাইবার এট হোমের চেয়ারম্যান মইনুল হক সিদ্দিকী বলেন, 'ইন্টারনেট এখন লাইফ লাইন। ইন্টারনেটের ব্যবহার বাড়াতে হবে। এমন কোনো নীতিমালা তৈরি করতে হবে যেন ব্যবসায়ীরা আয় নিয়ে শংকায় না থাকেন, আবার গ্রাহকরাও মানসম্পন্ন ইন্টারনেট সেবা পায়। কমন ট্রান্সমিশন নেটওয়ার্কের মাধ্যমেই দেশের প্রত্যন্ত অঞ্চলে ফিক্সড ব্রডব্যান্ড এবং মোবাইল ইন্টারনেট দু’টো সেবাই সহজে পৌঁছানো সম্ভব হয়েছে। কমন ট্রান্সমিশন নেটওয়ার্কের মাধ্যমে সেবার মান আরও উন্নত করার নীতিমালা নেওয়া হলে সেটাই হবে সবচেয়ে উপযোগী।'

রবির কোম্পানি সেক্রেটারি ও চীফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম বলেন, 'ফিক্সড ব্রডব্যান্ডের মার্কেটে আইএসপিগুলোকে আরো বড় করতে পারি তাহলে এই খাতে আরো বিনিয়োগ আসবে। যদি এই মার্কেটে ইনসেনটিভ দেওয়া যায় তাহলে ফিক্সড ব্রডব্যান্ড খাতে অনেক বেশি বিনিয়োগ আনা সম্ভব।'

বাংলালিংকের চীফ কর্পোরেট ও রেগুলেটরি অফিসার তাইমুর রহমান বলেন, 'বিদেশে মোবাইল, ব্রডব্যান্ড এসবের জন্য আলাদা আলাদা বিল দেয় না গ্রাহকেরা। এজন্য বাংলাদেশেও আমরা সবাই একসাথে কিভাবে এই কাজটি করতে পারি। তিনি বলেন, এখন আইএসপিসহ সবাই মিলে কাজ করলে গুনগত মানসম্পন্ন সেবা দেওয়া সম্ভব।'

গত ৮ মাসে ১৭ শতাংশ ইন্টারনেটের দাম কমানো হয়েছে হয়েছে বলে দাবি করে এমটব মহাসচিব মোহাম্মদ জুলফিকার বলেন, 'বিটিআরসির বেঁধে দেওয়া রেটের নিচের দিকেই দাম নেওয়া হচ্ছে মূলত প্রতিযোগিতামূলক পরিবেশের কারণে এটি সম্ভব হচ্ছে। তবে বিটিআরসির একটি কস্ট মডেলিং করা উচিত, তাহলে আমরা বুঝতে পারবো আমরা কত কম দামে সেবা দেবো। ইন্টারনেটের গ্রাহক কিন্ত বাড়েনি। এক্ষেত্রে গুনগত কনটেন্ট একটি ইস্যু রয়েছে। '

ইন্টারনেট ও তথ্যপযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ সাবির বলেন, 'আমাদের লক্ষ্য ঠিক করা উচিত যে আগামী ৩ বছর বা ৫ বছরে ইন্টারনেট কোথায় নিয়ে যেতে চাই। ইন্টারনেট সরকার বন্ধ না করলেও যখন বন্ধ হয়ে যায় যেমন- যুদ্ধ, ভূমিকম্প। ভবিষ্যতে এমন পদ্ধতি চালু রাখতে হবে যাতে ইন্টারনেট বন্ধ না হয়।'

টেলিযোগাযোগ বিশেষজ্ঞ মোস্তফা মামুন হোসেন বলেন, 'মোবাইল অপারেটরেরা লাভ করছে। বিদেশের তুলনায় বাংলাদেশের মোবাইল অপারেটরদের লাভের শতাংশ অনেক বেশি।'

সভাপতির বক্তব্যে টিআরএনবি সভাপতি সমীর কুমার দে বলেন, 'গত আট মাসে মোবাইল ইন্টারনেট ও ভয়েস কলের খরচ বেড়েছে, এমনটাই সাধারন গ্রাহকদের অভিজ্ঞতা'

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন টিআরএনবি’র সাধারণ সম্পাদক মাসদুজ্জামান রবিন। মূল বক্তব্য উপস্থাপন করেন টিআরএনবির সাংগঠনিক সম্পাদক আল-আমীন দেওয়ান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ