Views Bangladesh Logo

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ

 VB  Desk

ভিবি ডেস্ক

র্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ বুধবার।

১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাকিস্তানী হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়েছিল। ওই দিন রাতেই ধানমন্ডির ৩২ নম্বরের বাসায় হানা দিয়ে  বঙ্গবন্ধুকে গ্রেফতার করে হানাদাররা। গ্রেফতার হওয়ার আগেই  বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার ডাকে মুক্তি সংগ্রামে ঝাঁপিয়ে পড়ে বীর বাঙালি। 

এরপর পাকিস্তানের কারাগারে ২৯০ দিন বন্দি ছিলেন বঙ্গবন্ধু।   ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার পর আনন্দে উদ্বেলিত জাতির উদ্বেগ ছিল একটিই। কবে দেশের মাটিতে ফিরে আসবেন বাঙালির অবিসংবদিত নেতা?  বঙ্গবন্ধুকে ছাড়া পূর্ণ হচ্ছিল না বাঙালির বিজয়ের আনন্দ। 

১৯৭২ সালের ১০ জানুয়ারি লন্ডন ও নয়াদিল্লি হয়ে স্বাধীন বাংলাদেশের মাটিতে ফিরে আসেন স্বাধীন বাংলাদেশের স্থপতি। বঙ্গবন্ধুকে বহনকারী বিমানটি তেজগাঁও বিমানবন্দরে অবতরণের সময় সেই বৃষ্টিভেজা বিকেলে ঢাকার রাজপথে লাখো মানুষের ঢল নামে। সকলেই কান্নায় ভেঙে পড়ে। তারা জাতির জনককে এক নজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষায় ছিল। 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' স্লোগানে এসময় চারদিক কম্পিত হতে থাকে। বঙ্গবন্ধু বিমান থেকে নেমে সোজা চলে যান সোহরাওয়ার্দী উদ্যানে।

আবেগপ্রবণ কিন্তু আত্মবিশ্বাসী কণ্ঠে তিনি বাঙালি জাতিকে নতুন করে গড়ে তোলার প্রতিশ্রুতি দেন। বঙ্গবন্ধুর ভাষণে  পুরো জাতি সেই সময় উদ্বেলিত হয়ে ওঠে। বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন বাঙালি জাতি ও বাংলাদেশের বিজয় ও স্বাধীনতাকে পূর্ণ করতে জাতিকে নতুন অনুপ্রেরণা যোগায়।

দেশের ফিরে জাতির পিতা বঙ্গন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে  সোনার বাংলা গড়ে তোলায় আত্ম নিয়োগ করেন। বঙ্গবন্ধুর সাড়ে তিন বছরের শাসনামলে বাংলাদেশ বিশ্বের সামনে গৌরবের আসনে অধিষ্ঠিত হয়। যুদ্ধ বিধ্বস্ত একটি জাতি নতুন উদ্যমে উন্নয়ন ও অগ্রগতির পথে যাত্রা শুরু করে। শিক্ষা, সংস্কৃতি, প্রযুক্তি, অবকাঠামো উন্নয়ন, জ্বালানী ও বিদ্যুতসহ প্রতিটি ক্ষেত্রে অগ্রগতির ভিত রচণা করেন বঙ্গবন্ধু সরকার। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ইতিহাসের নৃশংস খুনীরা বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে জাতির অগ্রযাত্রা রুদ্ধ করে। দী

দীর্ঘ ২১ বছর  সময়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার জনগণের রায়ে দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে আবারও বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াতে শেখান, এগিয়ে নেন সম্ভাবনা ও সমৃদ্ধির পথে। শেখ হাসিনার নেতৃত্বেই ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে, স্মার্ট বাংলাদেশের লক্ষ্য অর্জনেও সফল হবে।  যতদিন বাংলাদেশ থাকবে, বাঙালি সংস্কৃতি থাকবে; এ জাতির রক্ত কণিকায় বয়ে যাবে 'জয় বাংলা, জয় বঙ্গবন্ধু' ধ্বনি।

বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস জানিয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি তাঁর বাণীতে  বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন ও আত্মার মাগফিরাত কামনা করে বলেন, ‘দীর্ঘ ৯ মাস সশস্ত্র ও রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত হলেও জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়েই বাংলাদেশের বিজয় পূর্ণতা লাভ করেছিল।’

প্রধানমন্ত্রী বাণীতে বলেন, ‘দেশি-বিদেশি সব ষড়যন্ত্র প্রতিহত করে মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে ঐক্যবদ্ধভাবে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ তথা ২০৪১ সালের মধ্যে উন্নত-সমৃদ্ধ ‘‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কার্যকর ভূমিকা রাখব।’

বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচীর মধ্য দিয়ে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের ঐতিহাসিক দিনটি উদযাপন করছে।  

এ উপলক্ষে বরাবরের মতো এবারও নানা কর্মসূচির আয়োজন করেছে আওয়ামী লীগ। কর্মসূচির মধ্যে রয়েছে, আজ সকাল সাড়ে ৬টায় দলের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবন ও সারা দেশে সংগঠনের সকল কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল সাড়ে ৮টায় বঙ্গবন্ধু ভবনের সামনে রক্ষিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন। এরপর দুপুর ২টা ৩০ মিনিটে সোহরাওয়ার্দী উদ্যানে জনসভা করবে দলটি। সভায় সভাপতিত্ব করবেন দলের সভাপতি শেখ হাসিনা এমপি।

এছাড়া দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপনের জন্য দেশের প্রতিটি জেলা, মহানগর, উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠন একই রকম কর্মসূচির আয়োজন করেছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিবৃতিতে বুধবার জাতির জনকের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসের কর্মসূচি উদযাপনের জন্য আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন।

 

 

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ