মার্কিন নৌবাহিনীর সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেলেন টম ক্রুজ
হলিউড তারকা টম ক্রুজকে মার্কিন নৌবাহিনীর সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘ডিস্টিংগুইশড পাবলিক সার্ভিস অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়েছে। সিনেমার মাধ্যমে সামরিক বাহিনীর প্রতি তার অসাধারণ অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মান প্রদান করা হয়।
১৯৮৬ সালের ব্লকবাস্টার সিনেমা ‘টপ গান’–এর মাধ্যমে খ্যাতি অর্জনকারী টম ক্রুজের অভিনয় সামরিক বাহিনীতে সদস্যপদ বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে বলে জানা গেছে। যুক্তরাজ্যের সারির লংক্রস ফিল্ম স্টুডিওতে আয়োজিত একটি অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।
৬২ বছর বয়সী এই অভিনেতা স্বীকৃতির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘আমি প্রতিটি সেনাসদস্যের প্রতি শ্রদ্ধাশীল।’ নৌবাহিনীর সচিব কার্লোস দেল তোরোর কাছ থেকে পদক ও সনদ গ্রহণের সময় তিনি বলেন, ‘নেতৃত্ব মানে সেবা। এটি আমি হৃদয় থেকে বিশ্বাস করি এবং সেনাসদস্যদের মধ্যে এটি প্রতিফলিত দেখি।’
টম ক্রুজের সিনেমা টপ গান–এ মাভেরিক চরিত্রের মাধ্যমে তিনি যুদ্ধবিমান পাইলটদের কাহিনি তুলে ধরেন। যুদ্ধকালীন এই গল্প সামরিক বাহিনীর প্রতি জনসচেতনতা বৃদ্ধি এবং তাদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জাগিয়ে তোলে। এমনকি সিনেমার মুক্তির সময় থিয়েটারগুলোতে সামরিক বাহিনীতে নিয়োগের জন্য বুথ স্থাপন করা হয়েছিল।
২০২২ সালে মুক্তি পাওয়া সিক্যুয়াল টপ গান: মাভেরিক আবারও তরুণদের মধ্যে সামরিক বাহিনীতে যোগদানের আগ্রহ জাগিয়ে তোলে বলে নৌবাহিনী জানিয়েছে।
টম ক্রুজ তার ক্যারিয়ারে আরও উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন বর্ন অন দ্য ফোর্থ অফ জুলাই, অ্যা ফিউ গুড মেন এবং মিশন: ইম্পসিবল সিরিজের মতো সিনেমায়। বর্তমানে তিনি যুক্তরাজ্যের সারিতে মিশন: ইম্পসিবল: দ্য ফাইনাল রেকনিং সিনেমার শুটিং করছেন, যা ২০২৫ সালের মে মাসে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, এই সম্মাননা এর আগে সেভিং প্রাইভেট রায়ান সিনেমার জন্য স্টিভেন স্পিলবার্গ এবং টম হ্যাঙ্কসকেও প্রদান করা হয়েছিল। এটি নৌবাহিনীর সবচেয়ে মর্যাদাপূর্ণ বেসামরিক সম্মাননাগুলোর একটি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে