Views Bangladesh Logo

বৈচিত্র্যে ভরপুর ২০২৪

Shimul  Zabaly

শিমুল জাবালি

নানা অদ্ভুত এবং মজার ঘটনায় স্মরণীয় ২০২৪ সাল। বিজ্ঞান, প্রযুক্তি এবং সমাজের অগ্রগতির পাশাপাশি এমন কিছু বিচিত্র ঘটনা ঘটেছে, যা মানুষের দৈনন্দিন জীবনে বিস্ময় এনেছে।

ডিএনএভিত্তিক তথ্য সংরক্ষণ প্রযুক্তি ও হাইড্রোজেনচালিত বিমান আমাদের জীবনের নতুন দিগন্ত উন্মোচন করেছে বিদায়ী বছরটি। মহাকাশে পরমাণু শক্তিচালিত যানবাহন এবং মাধ্যাকর্ষণ প্রযুক্তি আরও বাস্তবসম্মত করেছে মানুষের মহাজাগতিক অভিযানের স্বপ্নকেও।

অন্যদিকে, ব্ল্যাক হোলের থ্রি-ডি মানচিত্র এবং প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন আবিষ্কার আমাদের অতীত এবং মহাবিশ্ব সম্পর্কে নতুন করে ভাবার সুযোগ এনে দিয়েছে।

মাইক্রোআরএনএ আবিষ্কার ও নোবেল পুরস্কার
যুক্তরাষ্ট্রের দুই বিজ্ঞানী, ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রুভকুন, মাইক্রোআরএনএ আবিষ্কারের জন্য ২০২৪ সালের চিকিৎসা শাস্ত্রে নোবেল পুরস্কার পেয়েছেন। মাইক্রোআরএনএ হলো ছোট আরএনএ মলিকিউল, যা জিনের কার্যক্রম নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই আবিষ্কার জিন নিয়ন্ত্রণের একটি নতুন স্তর উন্মোচন করেছে, যা ক্যান্সার, হৃদরোগসহ বিভিন্ন জটিল রোগের চিকিৎসায় নতুন সম্ভাবনা সৃষ্টি করেছে।

অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী 'সুপারবাগ' মোকাবেলায় নতুন ওষুধ
অ্যান্টিবায়োটিক-প্রতিরোধী ব্যাকটেরিয়া, যা 'সুপারবাগ' নামে পরিচিত, বিশ্বব্যাপী স্বাস্থ্যখাতে বড় চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। এই সমস্যা মোকাবেলায় নতুন অ্যান্টিবায়োটিক 'সেফিডেরোকল' আবিষ্কৃত হয়েছে, যা মূত্রনালির সংক্রমণ ও নিউমোনিয়ার চিকিৎসায় কার্যকর। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের এফডিএ এই ওষুধের অনুমোদন দিয়েছে এবং এটি বিশ্বের ১৩৫টি দেশে সরবরাহের পরিকল্পনা রয়েছে।

সাহারায় তুষারপাত
বছরজুড়ে সাহারা মরুভূমিতে সাধারণত তাপমাত্রা অনেক বেশি থাকে। অথচ জানুয়ারিতে তুষারপাতের ঘটনা ঘটে সেখানে। আলজেরিয়ার আইন সেফরা অঞ্চলে এই বিরল আবহাওয়া বৈচিত্র্য সবাইকে অবাক করেছে। জলবায়ু পরিবর্তনে এমন অস্বাভাবিক ঘটনা ঘটতে পারে বলে মত দিয়েছেন বিজ্ঞানীরা।

সাগরের রং পরিবর্তন
প্যাসিফিক মহাসাগরের একটি বড় অংশ হঠাৎ সবুজাভ নীল রঙ ধারণ করে। বিজ্ঞানীরা গবেষণায় জানতে পেরেছেন, এটি বিশেষ ধরনের শৈবালের কারণে হয়েছে, যা জলবায়ু পরিবর্তন সম্পর্কিত

ব্ল্যাক হোলের থ্রি-ডি মানচিত্র
বিজ্ঞানীরা প্রথমবারের মতো ব্ল্যাক হোলের ভেতরের থ্রি-ডি মানচিত্র তৈরি করতে সক্ষম হয়েছেন। এটি মহাবিশ্বের গঠন এবং ব্ল্যাক হোলের রহস্য বোঝার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে।

শহরজুড়ে বিশাল ‘অরোরা’
কানাডা ও নরওয়ের কিছু অঞ্চলে অস্বাভাবিক শক্তিশালী অরোরা বোরিয়ালিস দেখা যায়। ফলে আলোকোজ্বল হয়ে ওঠে শহরগুলো।

উল্কাপাতে চন্দ্রপৃষ্ঠে নতুন গর্ত
চন্দ্রপৃষ্ঠে বিশাল উল্কাপাতে বিরাট আকারের নতুন গর্ত তৈরি হয়। ঘটনাটি মহাকাশ পর্যবেক্ষকদের মাঝে আলোড়ন তোলে।

পৃথিবীর ‘দ্বিতীয় চাঁদ’
একটি ছোট গ্রহাণু আবিষ্কার করেন বিজ্ঞানীরা, যেটি সাময়িকভাবে পৃথিবীর কক্ষপথে প্রবেশ করেছিল। ‘মিনি-মুন’ নামে পরিচিত গ্রহাণুটি কয়েক মাস পর ফের মহাশূন্যে ফিরে যায়।

পরমাণু শক্তিচালিত মহাকাশ যান
দীর্ঘমেয়াদী মহাকাশ অভিযানের লক্ষ্যে পরমাণু শক্তিচালিত মহাকাশযান উন্মোচন করেছে নাসা ও স্পেসএক্স । মানুষের মঙ্গলগ্রহ অভিযানের সময় অর্ধেকে কমিয়ে আনতে সক্ষম এটি।

বিশ্বের অন্যতম পুরোনো গাছের মৃত্যু
মারা গেছে নয় হাজার ৫০০ বছর বয়সী পুরোনো গাছ। সুইডেনের ফজারা পর্বতমালার গাছটির মৃত্যু পরিবেশবিদদের মাঝে শোকের সৃষ্টি করেছে।

প্রাকৃতিক নীল আগ্নেয়গিরি
ইন্দোনেশিয়ার একটি আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের সময় নীলাভ শিখা দেখা যায়। বিজ্ঞানীরা বলছেন, এই বিরল দৃশ্যটি তৈরি করেছে বিশেষ ধরনের সালফার গ্যাস।

পিঁপড়ার ‘ইন্টারনেট’ আবিষ্কার
স্টানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুই গবেষক দেবরোয়া গর্ডন ও বালাজি প্রভাকর পিঁপড়াদের আচরণ পর্যবেক্ষণ করে দেখেন, তারা একটি 'জৈবিক ইন্টারনেট'-এর মাধ্যমে একে অন্যের সাথে তথ্য আদান-প্রদান করে। প্রাকৃতিক যোগাযোগ ব্যবস্থার নতুন ধারণা দিয়েছে এই আবিষ্কার।

পৃথিবীর গতি হঠাৎ কমে যাওয়া
২০২৪ সালে একটি নির্দিষ্ট দিন পৃথিবীর ঘূর্ণনের গতি হঠাৎ সামান্য ধীর হয়ে যায়। এখনো এর সঠিক কারণ চিহ্নিত করতে পারেননি বিজ্ঞানীরা।

মিশরের প্রাচীন সমাধিতে ‘অক্ষত মমি’
গিজার পিরামিডের কাছের একটি অজানা সমাধিতে একটি অক্ষত মমি আবিষ্কার করেছেন প্রত্নতাত্ত্বিকরা, যেটি প্রায় চার হাজার ৫০০ বছরের পুরোনো বলে ধারণা করা হচ্ছে। মমিটি সম্পূর্ণ সংরক্ষিত অবস্থায় ছিল এবং এর সাথে ছিল সোনার তৈরি মুখোশ। হায়ারোগ্লিফিক থেকে জানা গেছে, এটি একজন রাজকীয় পুরোহিতের সমাধি।

পম্পেই নগরে 'পর্যটকের অবশেষ'
ইতালির পম্পেই নগরে একটি প্রত্নতাত্ত্বিক খননে এমন একজন মানুষের দেহাবশেষ পাওয়া যায়, যিনি সম্ভবত ভিসুভিয়াস আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের সময় পর্যটক ছিলেন। তার হাতে একটি ব্যাগ পাওয়া গেছে, যাতে স্বর্ণমুদ্রা এবং অলঙ্কারও ছিল।

মায়া সভ্যতার নতুন শহর
লিডার প্রযুক্তি ব্যবহার করে গুয়াতেমালার জঙ্গলে মায়া সভ্যতার একটি হারিয়ে যাওয়া শহর আবিষ্কার করেন প্রত্নতাত্ত্বিকরা। প্রাথমিকভাবে ‘কুলকান’ নামে অভিহিত শহরটিতে প্রাসাদ, পিরামিড এবং জলাধারসহ জটিল স্থাপত্যের নিদর্শন পাওয়া গেছে।

প্রাচীন রোমের অ্যাম্ফিথিয়েটার
ইতালির রোমে নতুন একটি অ্যাম্ফিথিয়েটার আবিষ্কৃত হয়েছে। এটি আগের আবিষ্কৃত অ্যাম্ফিথিয়েটারগুলোর চেয়ে তুলনামূলক ছোট। তবে এখানে গ্ল্যাডিয়েটরদের প্রশিক্ষণ দেয়া হতো। ধারণা করা হচ্ছে, এটি কলোসিয়ামের সমসাময়িক।

প্রাচীন চীনের রত্নভাণ্ডার
চীনের হেনান প্রদেশে একটি খননে বিশাল ধনসম্পদের ভাণ্ডার আবিষ্কৃত হয়েছে। সেগুলোর মধ্যে রয়েছে সোনার মুদ্রা, জেড পাথরের অলঙ্কার এবং ব্রোঞ্জের অস্ত্রও। গবেষকরা বলছেন, প্রায় দুই হাজার বছরের পুরোনো হান রাজবংশের সময়কালের রত্নভাণ্ডার এটি।

হারিয়ে যাওয়া গ্রিসের মন্দির
গ্রিসে আর্কিপেলাগোস দ্বীপের কাছে ডুবে যাওয়া একটি মন্দির আবিষ্কৃত হয়েছে, যেটি প্রাচীন গ্রিক দেবতা পোসেইডনের উদ্দেশ্যে উৎসর্গিত ছিল। মন্দিরের মেঝেতে সূক্ষ্ম মোজাইক এবং অলঙ্কৃত পাথর দেখা যায়।

ভারতে সিন্ধু সভ্যতার নৌবন্দর
গুজরাটের কাছে একটি প্রাচীন নৌ-বন্দর আবিষ্কৃত হয়েছে। ভারতের প্রত্নত্ত্ববিদরা বলছেন, প্রায় চার হাজার বছরের পুরোনো নৌ-বন্দরটি সিন্ধু সভ্যতার অন্যতম বাণিজ্য কেন্দ্র ছিল বলে ধারণা করা হচ্ছে।

মহাসাগরের নিচে হারিয়ে যাওয়া শহর
মিশরের ভূমধ্যসাগরের নিচে একটি প্রাচীন শহর আবিষ্কৃত হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি প্রায় দুই হাজার ৫০০ বছর আগে ভূমিকম্পে ধ্বংস হয়ে যায়। শহরটিতে মন্দির, সিংহাসন এবং সোনা-রূপার মুদ্রা পাওয়া গেছে।

হাইড্রোজেনচালিত বাণিজ্যিক বিমান
প্রথমবারের মতো হাইড্রোজেনচালিত বাণিজ্যিক বিমানের সফল পরীক্ষা করেছে এয়ারলাইন্স কোম্পানি এয়ারবাস। বলা হচ্ছে, এটি পরিবেশবান্ধব পরিবহন শিল্পে বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে।

ডিএনএ-ভিত্তিক তথ্য সংরক্ষণ
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা ডিএনএ-র ভিতরে কিলোবাইট পরিমাণ তথ্য সংরক্ষণের পদ্ধতি আবিষ্কার করেছেন। প্রাথমিক পর্যায়ে থাকলেও এটি ভবিষ্যতের ডেটা স্টোরেজের ক্ষেত্রে বিপ্লব ঘটাতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ