Views Bangladesh

Views Bangladesh Logo

ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর শীর্ষ কমান্ডারসহ নিহত ৮

 VB  Desk

ভিবি ডেস্ক

শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহর শক্ত ঘাঁটিতে এক ইসরায়েলি হামলায় আটজন নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) হামলাটি চালানো হয় বলে আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা যায়।

বৈরুত থেকে হিজবুল্লাহর ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, হামলায় তাদের একজন শীর্ষ সামরিক নেতা মারা গেছেন।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা একটি ‘টার্গেটকৃত হামলা’ পরিচালনা করেছে।

অন্যদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, এই হামলায় আটজন নিহত এবং আরও ৫৯ জন আহত হয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে হিজবুল্লাহর ঘনিষ্ঠ সূত্রটির বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দক্ষিণ বৈরুতে তাদের শক্ত ঘাঁটিতে ইসরায়েলি হামলায় সংগঠনটির অভিজাত রাদওয়ান ইউনিটের প্রধান ইব্রাহিম আকিল নিহত হয়েছেন।

গত ৭ অক্টোবর ইসরাইল-হামাস যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বৈরুতের দক্ষিণ শহরতলিতে এই বিমান হামলা তৃতীয়। এই সপ্তাহে সহিংসতা নাটকীয়ভাবে গাজা থেকে লেবাননে স্থানান্তরিত হয়েছে। এই বছরের শুরুর দিকে ইসরাইলকে দায়ী করা হামলায় হিজবুল্লাহর একজন শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকর এবং তার সহযোগী ফিলিস্তিনি গ্রুপ হামাসের নেতা সালেহ আল-আরুরি নিহত হন।

হিজবুল্লাহর ঘনিষ্ঠ সূত্র আরও জানায়, ‘ইসরায়েলি বিমান হামলায় রাদওয়ান ফোর্সের কমান্ডার ইব্রাহিম আকিল নিহত হয়েছেন। ফুয়াদ শুকরের পর তিনি ফোর্সের সশস্ত্র বাহিনীর সেকেন্ড-ইন-কমান্ড ছিলেন।’

হিজবুল্লাহ আনুষ্ঠানিকভাবে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি। তবে হামলার পর লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠীটি বলেছে, তারা একটি ইসরায়েলি গোয়েন্দা ঘাঁটিতে আঘাত করেছে।

হিজবুল্লাহর দাবি, এটি অনির্দিষ্ট ‘হত্যার’ জন্য দায়ী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ