আক্রান্ত আবাহনী ক্লাব
আবাহনী ক্লাবের ট্রফি ও স্মৃতিচিহ্ন আর কি খুঁজে পাওয়া যাবে?![আবাহনী ক্লাবের ট্রফি ও স্মৃতিচিহ্ন আর কি খুঁজে পাওয়া যাবে?](/_next/image/?url=https%3A%2F%2Fimagedelivery.net%2FHRs_9pnDDn9uipVGixpHsg%2Fa66d23a6-1d6f-4e8e-76c2-a3afc4ac4c00%2Fpublic&w=1200&q=75)
আবাহনী ক্লাবের ট্রফি ও স্মৃতিচিহ্ন আর কি খুঁজে পাওয়া যাবে?
আমেরিকান ডিগার’ ছিল ডিসকভারি নেটওয়ার্কে প্রচারিত জনপ্রিয় রিয়েলিটি টিভি সিরিজ। রিক স্যাভেজ নামে পরিচিত সাবেক পেশাদার কুস্তিগির ফ্রাঙ্ক হুগুলেট এবং তার প্রতিষ্ঠান ‘আমেরিকান স্যাভেজ’-এর স্টাফরা প্রত্নবস্তুর খোঁজে বিভিন্ন স্থান চষে বেড়াতেন। প্রত্নবস্তুর খোঁজে মাটি খুঁড়তে রীতিমতো যুদ্ধের প্রস্তুতি নিতে দেখা গেছে বিভিন্ন পর্বে। ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে প্রাচ্যের দেশগুলোর প্রচেষ্টার চিত্র ফুটিয়ে তোলা হয়েছিল জনপ্রিয় ওই টিভি সিরিজে। এ নিয়ে সাধারণ মানুষের আগ্রহও ছিল ব্যাপক। ওই সিরিজের মাধ্যমে বোঝা গিয়েছিল বিশ্বের বিভিন্ন দেশ ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণকে বেশ গুরুত্ব দিয়ে থাকে। গুরুত্ব পায় ক্রীড়া-ঐতিহ্য এবং ইতিহাস সংরক্ষণের বিষয়গুলোও। ক্রীড়া ক্ষেত্রে অগ্রসর দেশগুলোর ক্লাব কালচার সমৃদ্ধ; যেখানে ক্লাবগুলোর ইতিহাস ঐতিহ্য সংরক্ষণকে বিশেষ গুরুত্ব দেয়া হয়।