Views Bangladesh Logo

বাংলা নাটক

‘আই লাভ মেট্রোরেল’ ভালোবাসার সুবাতাস নিয়ে আসবে
‘আই লাভ মেট্রোরেল’ ভালোবাসার সুবাতাস নিয়ে আসবে

শিল্প ও সংস্কৃতি

‘আই লাভ মেট্রোরেল’ ভালোবাসার সুবাতাস নিয়ে আসবে

জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা কচি খন্দকার ছেলেবেলা থেকেই এক শৈল্পিক পরিবেশের মধ্য দিয়ে বেড়ে উঠেছেন, কুষ্টিয়ার এক মফস্বলে। তার গল্পে বারবার ঘুরেফিরে আসে সেই মফস্বলজীবনের কথা। প্রায় বিশ বছর আগে নির্মাণ করেছিলেন তার প্রথম নাটক খসরু+ময়না। পরে ঢাকার নাগরিক জীবনের সংকট নিয়েও বেশ কিছু নাটক নির্মাণ করেছেন। আসছে ঈদে তার রচনা ও পরিচালনায় ‘আই লাভ মেট্রোরেল’ নাটক প্রচারিত হবে। তিনি তার শিল্পযাত্রার নানান মাত্রা নিয়ে কথা বলেছেন ভিউজ বাংলাদেশের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছে ভিউজ বাংলাদেশের কামরুল আহসান, মাহফুজ সরদার ও ফারজানা ববি।

ট্রেন্ডিং ভিউজ