চিররঞ্জন সরকার
অধিকার আদায়ের দিবস
অধিকার আদায়ের দিবস
এখন নানারকম দিবসের সমারোহ। ডিম দিবস, বিয়ার দিবস, সাবানের বুদবুদ দিবস, টয়লেট দিবস, প্রেমের প্রস্তাব (প্রপোজ) দিবস, ঘুম দিবস, আলিঙ্গন দিবস౼এমনই সব বিচিত্র দিবসের ভিড়ে নারী দিবস এখন যেন কিছুটা ঔজ্জ্বল্য হারিয়েছে। অনেকে আবার নারীর জন্য কেন আলাদা দিবস, এই তর্কে এখনো মশগুল।
পারস্পরিক শ্রদ্ধা ভালোবাসার সম্পর্ক কেন বেসামাল হয়ে যাচ্ছে?
পারস্পরিক শ্রদ্ধা ভালোবাসার সম্পর্ক কেন বেসামাল হয়ে যাচ্ছে?
‘এখনো বুঝি না ভালো, কাকে ঠিক ভালোবাসা বলে’- কবি শঙ্খ ঘোষ বলেছিলেন। ভালোবাসার মতোই ভালোবাসার দিন নিয়ে প্রশ্ন তুলতে পারেন অনেকেই; কিন্তু আপনি মানুন আর না মানুন পহেলা ফাল্গুন আর ভালোবাসার দিনটি এখন নতুন প্রজন্মের বাঙালির কাছে অনেক কাঙ্ক্ষিত এক উৎসবের দিনে পরিণত হয়েছে।