দুর্গাপূজা
পশ্চিমবঙ্গের দুর্গাপূজায় পদ্মার ইলিশ থাকবে তো?
পশ্চিমবঙ্গের দুর্গাপূজায় পদ্মার ইলিশ থাকবে তো?
শরতের মেঘ জানান দিচ্ছে পূজার আর বেশি বাকি নেই। আসছে অক্টোবরে পশ্চিমবঙ্গজুড়ে অনুষ্ঠিত হবে বছরের বৃহত্তম উৎসব দুর্গাপূজা। এই আয়োজনে ‘বিভেদ’ ভুলে সবাই মাতবেন আনন্দ-উৎসবে। প্রতি বছর কলকাতার বাঙালি হিন্দুদের এই উৎসবে বাড়তি আমেজ যোগ করে বাংলাদেশ থেকে আসা পদ্মার ইলিশ। তবে এ বছর দুর্গাপূজায় পর্যাপ্ত ইলিশ না থাকার সম্ভাবনা দেখা দিয়েছে। তাই প্রশ্ন উঠেছে, পূজায় ইলিশ থাকবে তো?