ফেদেরিকো গার্সিয়া লোরকা
আমদানি সময়োচিত সিদ্ধান্ত
আমদানি সময়োচিত সিদ্ধান্ত
বিশ্বখ্যাত স্পেনীয় কবি ফেদেরিকো গারসিয়া লোরকা স্মরণে সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কবির মৃত্যু’ শিরোনামে একটি সাড়া জাগানো কবিতা আছে। সেই কবিতার এক চরণে তিনি লিখেছেন, ‘একজন আদার ব্যাপারী জাহাজ মার্কা বিড়ি ধরিয়ে বললেন, কাঁচা লঙ্কাতেও আজকাল তেমন ঝাল নেই!’ সুনীল গঙ্গোপাধ্যায়ের এই কবিতায় কাঁচা মরিচের ঝাল নিয়ে আক্ষেপ থাকলেও বর্তমানে দেশজুড়ে কাঁচা মরিচের ঝাল সহ্যের বাইরে আছে। সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য বলছে, ১০০ টাকা কেজির কাঁচা মরিচ অঞ্চলভেদে ৩০০ থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে, যা উচ্চমূল্যস্ফীতির বাজারে সাধারণ মানুষের জন্য ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হিসেবে দেখা দিয়েছে।