Views Bangladesh Logo

জিনিয়াস পাবলিকেশন্স

বইয়ের ব্যবসা আহামরি কোনো ব্যবসা না, তবে সম্মানজনক ব্যবসা
বইয়ের ব্যবসা আহামরি কোনো ব্যবসা না, তবে সম্মানজনক ব্যবসা

বইমেলা

বইয়ের ব্যবসা আহামরি কোনো ব্যবসা না, তবে সম্মানজনক ব্যবসা

বাংলাদেশের স্বনামধন্য প্রকাশনা প্রতিষ্ঠান জিনিয়াস পাবলিকেশন্স। বিশেষত রাজনৈতিক বই প্রকাশ করেই প্রকাশনা সংস্থাটি সচেতন পাঠকের দৃষ্টি কেড়েছে। প্রকাশনীটির গবেষণামূলক ও সৃজনশীল বইয়ের সম্ভারও বিশাল। বাংলা সাহিত্যের ক্ল্যাসিক বইগুলো জিনিয়াস পাবলিকেশন্স পুনঃমুদ্রণ করে থাকে। বিশ্বসাহিত্যের বিখ্যাত সব রচনারও অনুবাদ প্রকাশ করে। আছে ছোটদের জন্য প্রকাশনা। সব মিলিয়ে সব ধরনের পাঠককেই আকৃষ্ট করতে চায় প্রকাশনা সংস্থাটি। বইমেলায় জিনিয়াস পাবলিকেশন্সের প্যাভিলিয়নে সব সময় ভিড় লেগেই থাকে। বইমেলা উপলক্ষে জিনিয়াস পাবলিকেশন্সের স্বত্বাধিকারী হাবিবুর রহমানের সঙ্গে কথা হলো ভিউজ বাংলাদেশের সিনিয়র সহ-সম্পাদক কামরুল আহসানের।

ট্রেন্ডিং ভিউজ