সরকারী কর্মকর্তারা
সরকারি কর্মকর্তারা সব নাটের গুরু হওয়া সত্ত্বেও জবাবদিহির বাইরে
সরকারি কর্মকর্তারা সব নাটের গুরু হওয়া সত্ত্বেও জবাবদিহির বাইরে
অনেক দিন আগে যখন চীনে গিয়েছিলাম তখন হোটেলের চারদিকে দেখলাম বড় বড় ক্রেন দিয়ে উঁচু উঁচু ইমারত তৈরি করছে। রাতারাতি বড় বড় শহর গড়ে উঠছে। আর বর্তমানে আমি যখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় চলাফেরা করি, তখন প্রায়ই বড় বড় বাড়িঘর বা অট্টালিকা তৈরি হচ্ছে দেখে হৃদয়ে পুলক অনুভব করি। দেশের আনাচে-কানাচে উন্নয়নের কাজ হচ্ছে, গ্রামে-গঞ্জে ইলেকট্রিক বাতি জ্বল জ্বল করছে, মানুষের জীবনমানের উন্নয়ন হচ্ছে। বিভিন্ন প্রতিকূল পরিবেশেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে দেখে যারপরনাই আনন্দিত হই। তবে কিছুসংখ্যক দুর্নীতিপরায়ণ সরকারি আমলা ও টাউট-বাটপারদের জন্য দেশটি বদনামের ভাগী হচ্ছে। ফলে বিদেশিরা আমাদের উপদেশ দেয়ার সুযোগ পাচ্ছে। এটা জাতির জন্য খুবই লজ্জাজনক।