জাতীয় সংসদ সদস্য
দায়িত্ব হস্তান্তরের আগ পর্যন্ত শিরীন শারমিনই স্পিকার: আইনজ্ঞদের অভিমত
দায়িত্ব হস্তান্তরের আগ পর্যন্ত শিরীন শারমিনই স্পিকার: আইনজ্ঞদের অভিমত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট দেশ ত্যাগ করার পর তার বিরুদ্ধে একের পর এক হত্যা মামলা হচ্ছে দেশব্যাপী। এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন; কিন্তু সংবিধান অনুযায়ী স্বপদে থেকে যান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী; কিন্তু গত ২৭ আগস্ট রংপুরে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন (৩৮) নিহত হওয়ার ঘটনায় শিরীন শারমিন চৌধুরীসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়। এরপর গত ২ সেপ্টেম্বর পদত্যাগ করেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সংবিধান বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের বর্তমান সংবিধান অনুযায়ী নতুন কেউ দায়িত্ব নেওয়ার আগ পর্যন্ত শিরীন শারমিন চৌধুরী স্পিকার পদে রয়েছেন বলে গণ্য হবে। নতুন নির্বাচন ছাড়া স্পিকার নির্বাচনের সুযোগ সংবিধানে নেই। তবে সংবিধান মেনে চলা না হলে বা বর্তমান সংবিধান বাতিল বা স্থাগিত হলে সেটা ভিন্ন বিষয়।