পরমতসহিষ্ণুতার অভাব
আমাদের সমাজে কেন পরমতসহিষ্ণুতার অভাব?
আমাদের সমাজে কেন পরমতসহিষ্ণুতার অভাব?
ভলতেয়ারের বিখ্যাত উক্তিটা দিয়েই শুরু করা যাক, ‘তোমার কথার সঙ্গে আমি একমত না হতে পারি; কিন্তু তোমার কথা বলার স্বাধীনতা রক্ষার জন্য জীবন দিতে পারি।’ ভলতেয়ারই জ্বালিয়ে দিয়েছিলেন ফরাসি বিপ্লবের আগুন। আর ফরাসি বিপ্লবই পৃথিবীতে জানিয়েছিল সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ববোধের কথা। আধুনিক গণতান্ত্রিক বোধের যাত্রা ফরাসি বিপ্লব থেকেই। গণতন্ত্র মানেই পরমতসহিষ্ণুতা। সমাজে নানা চিন্তা, মতবাদ, মতাদর্শ থাকবে; কিন্তু গণতান্ত্রিক রাজনীতি হচ্ছে সহিংসতাবিহীন আলাপ-আলোচনা, তর্ক-বিতর্কের মাধ্যমে নির্দিষ্ট লক্ষ্যে, শান্তিপূর্ণ সমাধানে পৌঁছানো।