Views Bangladesh Logo

লিটল ম্যাগ

লিটল ম্যাগ চত্বর- কেন এত অবহেলার শিকার?
লিটল ম্যাগ চত্বর- কেন এত অবহেলার শিকার?

বইমেলা

লিটল ম্যাগ চত্বর- কেন এত অবহেলার শিকার?

লিটল ম্যাগ চত্বর দেখে এবার অনেকেই বলছেন, এটি একটি গোয়ালঘর। সারি সারি দোকান। হাঁটাচলার জায়গা নেই। পর্যাপ্ত আলো নেই। বসার মতো যথেষ্ট চেয়ার নেই। পাশেই ‘লেখক বলছি’ মঞ্চ। সেখান থেকে ভেসে আসছে অহর্নিশ শব্দ। লিটলম্যাগ চত্বর একপাশে পড়ে যাওয়ায় পাঠকও বেশি আসছেন না এদিকে। এ নিয়ে মেলার শুরু থেকেই লিটল ম্যাগ সম্পাদক-কর্মীদের সঙ্গে মেলার আয়োজক-কর্তৃপক্ষের চলছে বাগবিতণ্ডা। লিটল ম্যাগ কর্মী-সম্পাদকরা এ মেলা বর্জনও করতে চেয়েছিলেন। দফায় দফায় আলাপ-আলোচনা শেষে একটা সুরাহা হয়েছে। তবুও যে লিটল ম্যাগ চত্বরে আলো খুব পড়েছে বলা যাবে না।

ট্রেন্ডিং ভিউজ