মাহবুব সরকার
দাবায় খেতাব বাড়ছে, মান নয়
দাবায় খেতাব বাড়ছে, মান নয়
দেশের ক্রীড়া ফেডারেশনের নির্বাচনি বৈতরণী পার হওয়ার অন্যতম পূর্বশর্ত জেলা ও বিভাগীয় সংগঠক নেতাদের মনোরঞ্জন করা। নির্বাচিত হওয়ার পর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) এবং বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে (বিওএ) জবাবদিহিতার প্রসঙ্গ সামনে চলে আসে। অধিকাংশ ক্ষেত্রে নিজেদের যোগ্য প্রমাণ করতে ফেডারেশনগুলোর নীতিনির্ধারকরা সাফল্যের শর্টকাট খোঁজেন। শর্টকাটের ভুল পথে হাঁটতে গিয়েই ক্রীড়া উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রধান কাজটা হয়ে যাচ্ছে অপশনাল! দেশের অর্ধশতাধিক ক্রীড়া ফেডারেশনের অধিকাংশই চলছে এভাবে। ব্যতিক্রম নয় বাংলাদেশ দাবা ফেডারেশনও। রাজনৈতিক প্রভাবে ফেডারেশনের মসনদে আরোহণের বিষয়ও দেখা যাচ্ছে, যা খেলাটিকে পেছনে ঠেলে দিচ্ছে। এ প্রতিবেদনের মাধ্যমে বাংলাদেশ দাবার খুঁটিনাটি বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করা হয়েছে।