‘ভুল করে’
আর নয় ‘ভুল করে’ ভুল লোককে গ্রেপ্তার
আর নয় ‘ভুল করে’ ভুল লোককে গ্রেপ্তার
মিথ্যা কিংবা হয়রানিমূলক মামলা দায়ের দেশের বিদ্যমান বিচারব্যবস্থার একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। অনেকেই ইচ্ছাকৃতভাবে, আবার কখনো ভুলক্রমে হয়রানিমূলক মামলার শিকার হন। যদিও আইনানুযায়ী কাউকে ভুল করে মামলার পক্ষ করা হলে অথবা পক্ষ থেকে বাদ দেয়া হলে মামলার কোনো ক্ষতি হয় না। মামলা তার আপন গতিতেই চলে। তবে ‘ভুল করে’ ভুল লোককে গ্রেপ্তার করে হয়রানি করা খুবই দুঃখজনক।