নতুন শিক্ষাপদ্ধতি
শিক্ষাব্যবস্থার আমূল পরিবর্তন দরকার
দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে অভিযোগের শেষ নেই। শিক্ষার্থী, অভিাবক, শিক্ষাবিদ থেকে শুরু করে এই অভিযোগ প্রায় সবারই। বিদ্যমান এই শিক্ষাব্যবস্থায় দেশে একদিকে যেমন দক্ষ জনশক্তি তৈরি হচ্ছে না, আরেক দিকে উপযুক্ত ক্ষেত্রে সুযোগ্য গবেষক, চিকিৎসক ও বিজ্ঞানীরও অভাব থেকে যাচ্ছে। এ বাস্তবতায় বারবারই কারিকুলাম পরিবর্তন হচ্ছে। তাতেও কোনো ফল হচ্ছে না।
নতুন শিক্ষাপদ্ধতিতে অভিভাবক ও শিক্ষকদের প্রশিক্ষণ দেয়া জরুরি
মুখস্থ বিদ্যা আর পরীক্ষানির্ভর শিক্ষাপদ্ধতি থেকে ছাত্রছাত্রীদের বের করে নিয়ে আসার লক্ষ্যে ১৪ বছর আগে বাংলাদেশে চালু হয়েছিল সৃজনশীল শিক্ষাপদ্ধতি। তাতেও তেমন ফল পাওয়া যায়নি দেখে সরকার ২০২৩ সাল থেকে নতুন শিক্ষাক্রম চালু করেছে, যার নাম ‘অভিজ্ঞতামূলক শিখন পদ্ধতি।’ এই পদ্ধতির মধ্য দিয়ে শিক্ষার্থীরা আনন্দের সঙ্গে পাঠ ও শিক্ষা গ্রহণ করবে। তবে, সব শ্রেণিতেই এই পদ্ধতি এখনো প্রয়োগ করা সম্ভব হয়নি। সব শ্রেণিতে এবং সামগ্রিক শিক্ষাব্যবস্থায় এই পরিবর্তন আনতে ২০২৭ পর্যন্ত লাগবে বলে সরকার ধারণা দিয়েছে।