সমাজকল্যাণ সংস্থা
কক্সবাজারে চোরাচালান স্থানীয় ও রোহিঙ্গাদের জন্য হুমকি
কয়েক সপ্তাহ আগে কক্সবাজারের নিরাপত্তা বাহিনী তিন ব্যক্তিকে কিছু খাদ্য পণ্যসহ আটক করেছে। এগুলোর মধ্যে আছে ভোজ্যতেল, চিনি এবং মসলা। যেগুলো যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে পাঠানোর কথা ছিল। এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি রমজান মাসে পণ্য মজুদ ও মূল্য বৃদ্ধির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের মজুদ ও কৃত্রিম মূল্য বৃদ্ধি কোনো নতুন ঘটনা নয়, রমজান মাসে মূল্য আরও বাড়ে। রমজান এলেই মানুষজন আতঙ্কিত হয়ে থাকে, কখন কোন পণ্যের মূল্য বাড়ে, তা নিয়ে। এর মধ্যে এখন বাড়ছে চোরাচালানের শঙ্কা। ২০২৪ সালের জানুয়ারি মাসের প্রাপ্ত তথ্য মতে, সাম্প্রতিককালে চোরাচালান উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে। উপকূলীয় অঞ্চলের মাধ্যমে মিয়ানমারে জ্বালানি তেল, ভোজ্য তেল এবং খাদ্যপণ্যের পাচার হচ্ছে। তবে, কক্সবাজারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাচার রোধে জোর প্রচেষ্টা চালাচ্ছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।