এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট
মতিউরের দুর্নীতি আর ক্ষমতার কাছে পরাজিত হলেন বদিউর রহমান
মতিউরের দুর্নীতি আর ক্ষমতার কাছে পরাজিত হলেন বদিউর রহমান
জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট মতিউর রহমানকে নিয়ে দেশ টেলিভিশনে শেখ বদিউর রহমানের কথা শুনছিলাম। বদিউর রহমান সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ছিলেন। ১৯৭৬ সালে তিনি বাংলাদেশ ব্যাংকে ‘অফিসার ক্লাস ওয়ান’ পদে যোগ দিয়েছিলেন, পরে বিসিএস পরীক্ষা দিয়ে ক্যাডার সার্ভিসে চলে যান। তাকে আমার মেজো ভাই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মহিউদ্দিন আহমদের বাসায়ও দেখেছি, তাদের আড্ডায় তাকে মুড়ি ছাড়া আর কিছু খেতে দেখিনি।