Views Bangladesh Logo

পিএসসি প্রশ্ন ফাঁস

আবেদ আলীর কাস্টমাররা কোথায়?
আবেদ আলীর কাস্টমাররা কোথায়?

রাজনীতি ও জনপ্রশাসন

আবেদ আলীর কাস্টমাররা কোথায়?

আবেদ আলী, পিএসসি চেয়ারম্যানের সাবেক গাড়িচালক। স্বীকার করেছেন তিনি প্রশ্ন বেচে বিশাল ধন দৌলতের মালিক হয়েছেন। আবেদ আলীর প্রশ্নে যারা সরকারি চাকরি পেয়েছেন, তাদের সঙ্গে কি আবেদ আলীর কোনো যোগাযোগ নেই? অবশ্যই আছে। এমন কামেল বান্দার সঙ্গে কেউ যোগাযোগ নষ্ট করে না। কারণ পরের বছর আবারও পরীক্ষা হয়, আবারও আবেদ আলীর কাস্টমাররা তাদের ভাই, বন্ধু, আত্মীয় পরিজনের জন্য প্রশ্ন খোঁজেন। এভাবে আবেদ আলীর বেচা প্রশ্নে ভরে ওঠে সরকারি চাকুরেদের চেয়ার। এভাবে যোগ্যরা ছিটকে পড়ে অযোগ্যদের বড়াই বাড়ে।

ট্রেন্ডিং ভিউজ