রিপাবলিকান প্রার্থী
মার্কিন নির্বাচনে বেশি ভোট পাওয়া প্রার্থী যে কারণে পরাজিত হতে পারেন
মার্কিন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত করতে আগামী ৫ নভেম্বরে ভোট দেবেন সে দেশের নাগরিকরা। আর সেই নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পাওয়া প্রার্থী কিন্তু বিজয়ী নাও হতে পারেন। মার্কিন গণতন্ত্রের আলাদা কিছু দিক রয়েছে, আর সেগুলো নিয়ে আছে নানা প্রশ্ন। দীর্ঘদিন ধরে নিজেদের গণতন্ত্রকে অনুকরণীয় হিসেবে দেখিয়ে আসছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিশেষ করে, স্বাধীনতা অর্জনের পরে কিংবা স্বৈরশাসককে সরিয়ে দেয়ার পর গণতন্ত্র পুনর্গঠনে কোনো দেশের জন্য যুক্তরাষ্ট্র উদাহরণ হতে পারে। আজকের ডেমোক্র্যাটরা যেখানে বহুজাতিগত গণতন্ত্রের ধারণাকে গ্রহণ করছেন, সেখানে রিপাবলিকানরা পুরোনো শ্বেতাঙ্গ আধিপত্যকে পুনরুজ্জীবিত করে দেশকে আবার মহান করতে চাচ্ছেন। ফলে বহু জাতির গণতন্ত্রের ধারণা এবং শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদের ধারণা এখন সাংঘর্ষিক মুহূর্তে এসে দাঁড়িয়েছে।
ট্রাম্পকে হত্যার চেষ্টা কি একক সন্ত্রাসীর কাজ?
সাবেক মার্কিন প্রেসিডেন্ট এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প যখন পেনসিলভেনিয়াতে নির্বাচনি প্রচারণায় বক্তব্য দিচ্ছিলেন, তখন ২০ বছর বয়সী এক তরুণ তাকে মারার জন্য গুলি ছুড়েছিল। এই ঘটনা এখন কেবল যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বজুড়েই আলোচিত বিষয়। ৭৮ বছর বয়সি সাবেক প্রেসিডেন্টের কানে গুলি লাগে বলে তিনি প্রাণে বেঁচে যান। বন্দুকধারীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হত্যা করেছে। এ ঘটনায় উপস্থিত ব্যক্তিদের মধ্যে দুজন মারাত্মকভাবে আহত হয়েছেন এবং একজন মারা গেছেন।