রঞ্জনা বিশ্বাস
ঐতিহাসিক প্রেক্ষাপটে কিৎকিৎ খেলা
ঐতিহাসিক প্রেক্ষাপটে কিৎকিৎ খেলা
এক্কা-দোক্কা বা কিৎকিৎ খেলার নানা ধরনের ছক বা কোর্ট কাটা হয়। চতুর্ভুজ ঘরের ভেতর আড়াআড়ি করে তিনটি দাগ টানা হয়, এরপর এই তিনটি দাগ বরাবর মাঝখানে একটি দাগ টেনে ছয়টি ঘর তৈরি করা হয়। অঞ্চল ভেদে এই ঘর আলাদা ধরনের হতে পারে। এই ঘরগুলোর নাম হচ্ছে- এক্কা, দোক্কা, তেক্কা, চৌকা, পাঞ্জা, ছক্কা ইত্যাদি। খেলোয়াড় ঘরগুলো অতিক্রম করার সময় দমবন্ধ করে অবিরাম কিৎকিৎ শব্দ করতে থাকে এবং এক পা দিয়ে খোলাকুচি ঠেলে এক ঘর থেকে আর এক ঘরে নিয়ে যায়। এভাবে সব ঘর অতিক্রম করা শেষ হলে খেলোয়াড় ঘরগুলোর দিকে পেছন ফিরে খোলাকুচিটাকে মাথার ওপর দিয়ে পেছনে ছুড়ে মারে। খোলাকুচি যে ঘরে পড়ে, সেটি তার ‘কেনা’ ঘর হয়ে যায় এবং সেই ঘরে খেলোয়াড় দুপা ফেলে বিশ্রাম নিতে পারে। এভাবে যেসব ঘর ‘কিনে’ নিতে পারে তারই জয় হয়।