Views Bangladesh

Views Bangladesh Logo

শিক্ষাগুরুর মর্যাদা

ছাত্র-শিক্ষকের স্নেহ ও শ্রদ্ধার সম্পর্ক বজায় থাকুক
ছাত্র-শিক্ষকের স্নেহ ও শ্রদ্ধার সম্পর্ক বজায় থাকুক

সম্পাদকীয় মতামত

ছাত্র-শিক্ষকের স্নেহ ও শ্রদ্ধার সম্পর্ক বজায় থাকুক

‘শিক্ষাগুরুর মর্যাদা’ নিয়ে কাজী কাদের নেওয়াজের একটি অপূর্ব কবিতা আমরা পাঠ্যপুস্তকে পড়েছিলাম ছোটবেলায়। বাদশাহ আলমগীর একদিন দেখেন তার পুত্র মৌলভীর পায়ে পানি ঢেলে দিচ্ছে, আর মৌলভী নিজেই হাত দিয়ে পায়ের ধুলি পরিষ্কার করছেন। পর দিন বাদশাহ মৌলভীকে ডেকে নিয়ে গেলেন দরবারে। বললেন, এ কেমন বেয়াদবি আপনি শিখাচ্ছেন আমার ছেলেকে? সে কেন নিজের হাতে আপনার পায়ের ধুলি পরিষ্কার করে দিল না? এ শুনে শিক্ষক বললেন, ‘আজ হতে চির উন্নত হলো শিক্ষাগুরুর শির।’

ট্রেন্ডিং ভিউজ