শিক্ষার্থীদের উদ্দীপনা
শিক্ষার্থীদের উদ্দীপনা কাজে লাগিয়ে সামাজিক পুঁজি বিকাশের এখনই সময়
শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ হলে যে কোনো অসাধ্য সাধন করা সম্ভব, দেশের ছাত্রসমাজ আবারও নতুন করে সে কথাই প্রমাণ করেছে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সৃষ্ট শিক্ষার্থীদের সর্বাত্মক আন্দোলন শেষ পর্যন্ত ১৬ বছর ধরে রাষ্ট্র ক্ষমতায় আসীন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী সরকারপ্রধানকে পদত্যাগ ও দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করবে- এটা কিছুদিন আগেও কেউ ভাবতে পারেনি। তাই সরকারের শীর্ষ পর্যায় থেকে শিক্ষার্থী আন্দোলনের বিষয়ে নানা বিরূপ মন্তব্যসহ তুচ্ছ-তাচ্ছিল্য করা হয়েছিল। শেষ পর্যন্ত শিক্ষার্থীরা প্রমাণ করে দেখিয়ে দিয়েছে, ঐক্যবদ্ধ এবং লক্ষ্যে অবিচল থাকলে যে কোনো অসাধ্য সাধন করা সম্ভব। শিক্ষার্থীদের আন্দোলন ছিল সম্পূর্ণ নির্দলীয়। দলমত নির্বিশেষে শিক্ষার্থীদের অধিকাংশই এই আন্দোলনে যুক্ত হয়েছিল। এবারের শিক্ষার্থী আন্দোলনের একটি বৈশিষ্ট্য ছিল পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এতে ব্যাপকভাবে অংশগ্রহণ করে।