Views Bangladesh

Views Bangladesh Logo

নগরায়ন

ঢাকায় কাকের বাসা বানানোর জায়গা দরকার
ঢাকায় কাকের বাসা বানানোর জায়গা দরকার

সম্পাদকীয় মতামত

ঢাকায় কাকের বাসা বানানোর জায়গা দরকার

এক সময় ঢাকাবাসীর ঘুম ভাঙত কাকের ডাকে। ভোর হতেই বাড়ির ছাদে, কার্নিশে, গাছে, রাস্তার ইলেকট্রিক খুঁটিতে, তারে ঝাঁকে ঝাঁকে উড়ে এসে বসত কালো কাক। পাখিদের মধ্যে সবচেয়ে কালো; কিন্তু মানুষের জন্য খুব উপকারী এই পাখিটিকে বলা হয় শহরের জাতীয় পাখি। শহরাঞ্চলে অন্যান্য পাখির আনাগোনা না থাকলেও কাকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেক সময় কর্কশ স্বরে ডাকাডাকি করে তারা কান ঝালাপালা করে দিত; কিন্তু এখন ঢাকা শহরে কাক প্রায় চোখে পড়ে না বললেই চলে। দাঁড়কাক তো হারিয়ে গেছে সেই কবেই, এখন হারাতে বসেছে পাতি কাকও।

ট্রেন্ডিং ভিউজ