ধর্ষকের শাস্তি মৃত্যুদন্ড করার দাবিতে ঢাবিতে মশাল মিছিল
ধর্ষকের শাস্তি জনসম্মুখে মৃত্যুদন্ড কার্যকর করার দাবিতে মশাল মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি )রোকেয়া হলের শিক্ষার্থীরা।
শনিবার (৮ মার্চ ) সন্ধ্যা সাতটায় নারী দিবস উপলক্ষে নারীর নিরাপত্তা ও ধর্ষকের শাস্তি মৃত্যুদন্ড দেওয়ার দাবি জানিয়ে মশাল মিছিল বের করেন তারা।এসয় একটা একটা ধর্ষক ধর, ধরে ধরে জবাই কর, ধর্ষকের ঠিকানা এই বাংলায় হবে না ইত্যাদি স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।
মিছিলটি রোকেয়া হলের মূল ফটক থেকে শুরু হয়ে ভিসি চত্বর ঘুরে আবার রোকেয়া হলের সামনে গিয়ে শেষ হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে