Views Bangladesh Logo

ভারতের আকাশ থেকে দেশে ফিরে এলো বিমানের টরন্টো ফ্লাইট

 VB  Desk

ভিবি ডেস্ক

যান্ত্রিক ত্রুটির কারণে ভারতের আকাশ থেকে দেশে ফিরেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট। ২৮৪ যাত্রী নিয়ে হজরত শাহজালাল বিমানবন্দর থেকে ছেড়ে যায় ফ্লাইটটি। যাত্রীরা সবাই নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমান কর্তৃপক্ষ জানায়, ফ্লাইটটি উড্ডয়নের পর পাইলট একটি ছোট ত্রুটি দেখতে পান। তবে তিনি রিস্ক নিতে চাননি। সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে দেশে ফেরেন। একই সঙ্গে অপেক্ষারত ফ্লাইটের যাত্রীদের প্রটোকল অনুযায়ী যাত্রীসেবা দেয়া হয়।

বিমানবন্দর সূত্র জানায়, মঙ্গলবার ভোর ৪টা ২ মিনিটে প্রথমে ঢাকা থেকে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে উড্ডয়ন করে বিমানের টরন্টো ফ্লাইটটি (বিজি-৩০৫)। ইস্তাম্বুল থেকে তেল নিয়ে ফ্লাইটটি টরন্টোতে যাওয়ার কথা থাকলেও ভারতের লখনৌর আকাশে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ সময় বিমানের পাইলট দেশে ফেরার সিদ্ধান্ত নেন। সকাল পৌনে ৭টার দিকে ফ্লাইটটি ঢাকায় জরুরি অবতরণ করে। 


পরে সকাল ১১টায় যাত্রীদের নিয়ে ফ্লাইটটি ফের ইস্তাম্বুলের উদ্দেশে রওনা হয়। নির্ধারিত সময়ে ইস্তাম্বুলে অবতরণ করে কানাডার টরন্টোর উদ্দেশে রওনা দেয় বিমান।

এ বিষয়টি নিশ্চিত করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বলেন, জরুরি অবতরণের কিছুক্ষণ পরই বিষয়টির সমাধান করা হয়েছে। এরপর ফ্লাইটটি আবার কানাডার উদ্দেশ্যে রওনা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ