Views Bangladesh Logo

Copa del Rey

তোরেসের হ্যাটট্রিকে বড় জয়ে সেমিফাইনালে বার্সেলোনা

Sports Desk

ক্রীড়া ডেস্ক

কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে গোল উৎসব করেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। তারা ৫-০ গোলে বিধ্বস্ত করেছে ভ্যালেন্সিয়াকে। বৃহস্পতিবার রাতের এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন তোরেস। দলের হয়ে অন্য দুই গোল করেন ফারমিন লোপেজ ও লামিনে ইয়ামাল। এর আগে লা লিগায় ভ্যালেন্সিয়াকে ৭–১ গোলে হারিয়েছিল বার্সেলোনা। দুই ম্যাচ মিলিয়ে ভ্যালেন্সিয়ার জালে বার্সা বল জড়িয়েছে ১২ বার।

বড় জয়ে সেমিফাইনাল নিশ্চিত করে হ্যাটট্রিকম্যান তোরেস জানান, ‘আমরা ভেবেছিলাম এটা খুব কঠিন একটা ম্যাচ হতে যাচ্ছে। কারণ, মেস্তায়ায় খেলা সব সময় কঠিন। আমাদের ভাগ্য ভালো যে, আমরা ম্যাচের প্রথম দিকেই গোল করেছি এবং সেটাই তাদের ভরাডুবির কারণ হয়েছে।’

বার্সা কোচ ফ্লিক জানান, 'আমি যেমনটা আগেও বলেছি, কোয়ার্টার ফাইনালে কোনো দ্বিতীয় সুযোগ নেই এবং আমরা দারুণ খেলেছি। শুরু থেকেই আমরা মনোযোগী ছিলাম, সুযোগ তৈরি করেছি এবং গোল করেছি। আর সেটা আমাদের অনেক সহায়তাও করেছে।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ