বিমসটেক সদস্যদের বাণিজ্য চুক্তি ফলপ্রসু করার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার
বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বিমসটেক সদস্য দেশগুলোর মধ্যে কার্যকর ও ফলপ্রসূ সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন। বিশেষ করে বিমসটেক মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) বাস্তবায়নের মাধ্যমে আঞ্চলিক বাণিজ্য বৃদ্ধি করার ওপর জোর দিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (৩ এপ্রিল) থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত ২০তম বিমসটেক সম্মেলনে মন্ত্রীপর্যায়ের বৈঠকে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব প্রদানকালে ঢাকার পক্ষ থেকে এ আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা।
পররাষ্ট্র মন্ত্রণালয় বৈঠকের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, বৈঠকে বিমসটেকের সাতটি সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা অংশ নেন।
এর আগে এদিন সকালে, বিমসটেক অঞ্চলে সংযোগ বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিমসটেকের পররাষ্ট্রমন্ত্রীরা ‘বিমসটেক মেরিটাইম ট্রান্সপোর্ট কো-অপারেশন চুক্তি’ স্বাক্ষর করেন।
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন তার বক্তব্যে বিমসটেকের যৌথ শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনের লক্ষ্যে বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।
তিনি বাংলাদেশে আশ্রিত ১২ লাখ রোহিঙ্গার বিষয়টি উত্থাপন করেন এবং তাদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করে মিয়ানমারে স্বেচ্ছায় প্রত্যাবর্তনের জন্য অনুকূল পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে বিমসটেক পররাষ্ট্রমন্ত্রীরা শুক্রবার অনুষ্ঠেয় ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের খসড়া কর্মসূচি ও সম্মেলন ঘোষণাপত্র চূড়ান্ত করেন।
২০তম বিমসটেক মন্ত্রীপর্যায়ের বৈঠকের প্রতিবেদন গৃহীত হওয়ার মাধ্যমে বৈঠকটি শেষ হয়।
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস শুক্রবার ব্যাংককে অনুষ্ঠিতব্য বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ করবেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে