Views Bangladesh

Views Bangladesh Logo

খুলে গেল সিলেটের সব পর্যটনকেন্দ্র

 VB  Desk

ভিবি ডেস্ক

সোমবার, ২৪ জুন ২০২৪

ন্যা পরিস্থিতির উন্নতি হওয়ায় একে একে খুলে দেওয়া হলো সিলেটের সব পর্যটনকেন্দ্র।

গতকাল রোববার (২৩ জুন) পর্যায়ক্রমে গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার সব পর্যটনকেন্দ্রগুলো খুলে দেওয়া হয়। এর আগে বন্যা পরিস্থিতি কারণে দুই দফায় পর্যটনকেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল। খবর ইউএনবি।

রোববার সকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটনকেন্দ্রগুলো খুলে দেওয়া হয়। পরে একই দিন বিকালের দিকে কোম্পানীগঞ্জ উপজেলার সাদাপাথর ও জৈন্তাপুর উপজেলার লালাখাল পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনজিত কুমার চন্দ ও জৈন্তাপুরের ইউএনও উম্মে সালিক রুমাইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

সিলেটে চলতি মৌসুমে বন্যা পরিস্থিতি অবনতির পর দুই দফা পর্যটনকেন্দ্রগুলো বন্ধ ঘোষণা করা হয়। এর মধ্যে প্রথম ধাপে গত ৩০ মে সিলেটের সব কটি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়। পরে বন্যা পরিস্থিতির উন্নতি হলে ৭ জুন থেকে সিলেটের সব কটি পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার ঘোষণা হয়।দ্বিতীয় দফায় বন্যা পরিস্থিতির অবনতি হলে ১৮ জুন থেকে আবার সিলেটের সব পর্যটনকেন্দ্র বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় রবিবার (২৩ জুন) থেকে সিলেটের গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ ও জৈন্তাপুর উপজেলার সবকটি পর্যটনকেন্দ্র খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ