Views Bangladesh Logo

পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে বান্দরবান

দীর্ঘ একমাস বন্ধ থাকার পর ৭ নভেম্বর থেকে বান্দরবান পার্বত্য জেলায় পর্যটকদের জন্য ভ্রমণের দুয়ার খুলেছে। সীমিত পরিসরে বান্দরবান সদর, আলীকদম, লামা, নাইক্ষ্যংছড়ি চারটি উপজেলার দর্শনীয় পর্যটন স্পটগুলো ভ্রমণে পর্যটকদের জন্য বিধিনিষেধ উন্মুক্ত করা হলো।

বুধবার বান্দরবান জেলা প্রশাসন কনফারেন্সরুমে প্রেসব্রিফিংয়ে জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন এ ঘোষণা দেন।

এসময় অন্যান্যদের মধ্যে বান্দরবানের পুলিশ সুপার শহীদুল্লাহ্ কাওছার, অতিরিক্ত জেলা প্রশাসক এসএম মঞ্জরুল হক, সেনাবাহিনী কর্মকর্তা, ডিজিএফআইয়ের কর্মকর্তা, বিজিবি কর্মকর্তা, এনএসআই কর্মকর্তা, বান্দরবান হোটেল রিসোর্ট ওনার্স এসোসিয়েশন সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, জেলা রেষ্টুরেন্ট মালিক সমিতির সভাপতি গিয়াস উদ্দিন, ট্যুরিস্ট জীপগাড়ী মালিক সমিতির সভাপতি নাছিরুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রেসব্রিফিংয়ে জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেন, ‘পর্যটন শিল্প হচ্ছে পার্বত্য চট্টগ্রামের মানুষের প্রাণ। পরিস্থিতি বিবোচনায় সরকারের সংশ্লিষ্ট সংস্থাগুলোর মতামতের ভিত্তিতেই সীমিত পরিসরে চারটি উপজেলায় পর্যটন ভ্রমণের জন্য উন্মুক্ত করা হয়েছে। বাকি তিনটি উপজেলা রুমা, থানচি ও রোয়াংছড়িতে ভ্রমণে বিধিনিষেধ রয়েছে সরকারের।

এর আগে অনিবার্য কারণবশত গত ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত পর্যটকদের বান্দরবান পার্বত্য জেলায় ভ্রমণে নিরুৎসাহিত করা হয় প্রশাসনের পক্ষ থেকে। এ বিধিনিষেধ ৫ নভেম্বর পর্যন্ত বলবৎ ছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ