পাঁচ দিন বন্ধ থাকবে বেনাপোল বন্দর
ঈদ, বাংলা নববর্ষ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে যশোরের শার্শা উপজেলার বেনাপোল স্থলবন্দর পাঁচ দিন বন্ধ থাকবে; তবে স্বাভাবিক থাকবে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি কামরুজ্জামান বিশ্বাস এ তথ্য জানান।
তিনি বলেন, ঈদের আগে ৭ এপ্রিল (রোববার) শবে কদরের ছুটি রয়েছে। শবে কদরের ছুটির পর ৮ ও ৯ এপ্রিল (সোম ও মঙ্গলবার) অফিস খোলা থাকবে।
ওসি কামরুজ্জামান বলেন, পাঁচ দিনের ছুটির মধ্যে আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক রেজাউল করিম বলেন, “এবার ১১ এপ্রিল ঈদুল ফিতরের তারিখ ধরে ১০ এপ্রিল থেকে ১২ এপ্রিল ঈদের ছুটি ঘোষণা করা হয়েছে। পরের দুই দিন ১৩ এপ্রিল সাপ্তাহিক ছুটি ও ১৪ এপ্রিল নববর্ষের ছুটি।”
তবে আগামী ১৫ এপ্রিল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম আগের নিয়মে চলবে বলে জানান তিনি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে