Views Bangladesh Logo

সকাল থেকেই রাজধানীজুড়ে যানজট

র্মদিবসে রাজধানীজুড়ে যানজট ‘স্বাভাবিক’ ঘটনা হলেও ছুটির দিনগুলোতে সড়কে যানবাহন কম থাকে। ফলে ফাঁকা থাকে প্রধান সড়কগুলো। তবে আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিনজুড়ে রাজধানীজুড়ে যানজট দেখা গেছে।

এদিন মানিক মিয়া অ্যাভিনিউতে নতুন দল ‘জাতীয় নাগরিক পার্টি’র আত্মপ্রকাশকে কেন্দ্র করে সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ আসতে শুরু করে৷ এতে সড়কগুলোতে যানজট ছিল চোখে পড়ার মতো।

সকাল থেকেই রাজধানী মিরপুর, ফার্মগেট, মহাখালী, বিজয়স্বরণী, বাড্ডা, শাহাবাগ, কারওয়ান বাজারসহ বিভিন্ন পয়েন্টে দেখা যায় ঠাঁয় দাঁড়িয়ে আছে বাস, পিক-আপ, মোটরসাইকেলসহ নানা ধরনের যানবাহন।

এদিন মিরপুর থেকে হাতিরঝিলে ঘুরতে আসা এক নবদম্পতি জানান, শুক্রবার যানজট থাকবে না ভেবে ঘর থেকে বের হয়েছি, কিন্তু বিধিবাম। অন্যসব দিনগুলোর তুলনায় আজকের যানচলাচল ছিল অতিমাত্রায় বেশি।

সাতরাস্তার মোড়ে হাসিবা আফরিন নামে এক নারী বলেন, কেনাকাটা করতে বসুন্ধরা যাব, কিন্তু পুরো দিনই কেটে গেলো গাড়িতে।

যানজটের বিষয়ে তেজগাঁও বিভাগের ট্রাফিক উপ-পুলিশ কমিশনার রফিকুল ইসলাম বলেন, সড়কে যানচলাচল সচল রাখতে আমরা অতিরিক্ত ট্রাফিক মোতায়েন করেছি৷ মানিক মিয়া অ্যাভিনিউর আশপাশের এলাকায় যানচলাচল কিছুটা স্থবির ছিল, তবে অন্যান্য স্থানে স্বাভাবিক ছিল।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ