রাজধানীতে ব্যাটারিচালিত রিকশাচালকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করেছেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। এর ফলে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।
জানা গেছে, বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে মহাখালী, মোহাম্মদপুর, মিরপুর, গাবতলী ও ডেমরা এলাকায় সড়ক অবরোধ করেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। তবে যান চলাচল সচল রাখতে পুলিশ তাদের সরে যেতে বললেও তারা সড়ক ছাড়েননি।
এদিকে তাদের এই অবরোধের কারণে সেসব এলাকায় যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে ট্রাফিক-গুলশান বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জিয়াউর রহমান জানান, মহাখালী মোড়ে সকাল সাড়ে ৯টার পর ব্যাটারিচালিত রিকশাচালকরা সড়ক অবরোধ করেন। প্রায় দেড় থেকে দুই হাজার চালক একসঙ্গে জড়ো হয়েছেন। তবে তারা কেউ রিকশা নিয়ে আসেননি। পায়ে হেঁটে এসে হঠাৎ অবরোধ শুরু করেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে