Views Bangladesh

Views Bangladesh Logo

অবশেষে চালু হচ্ছে রাজশাহী-কলকাতা ট্রেন সার্ভিস

District Correspondent

জেলা প্রতিনিধি

রবিবার, ২৩ জুন ২০২৪

বাংলাদেশের রাজশাহী থেকে ভারতের কলকাতা পর্যন্ত ট্রেন চলাচল চালু হতে যাচ্ছে। শনিবার (২২জুন) নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের পর এ ঘোষণা আসে।

দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে বৈঠক শেষে ১০টি বিষয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এ ছাড়াও বৈঠক শেষে রাজশাহী-কলকাতার মধ্যে ট্রেন চালুসহ ১৩টি ঘোষণা দেয়া হয়। সেই ঘোষণার এক নম্বরে রয়েছে রাজশাহী-কলকাতার মধ্যে নতুন ট্রেন সার্ভিস চালুকরণ।

রাজশাহী-কলকাতা ট্রেন চলাচল চালু করতে দীর্ঘদিন যাবৎ চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। এটি রাসিক মেয়র লিটনের ২০১৮ ও ২০২৩ সালের নির্বাচনি প্রতিশ্রুতিও।

২০২৩ সালের নির্বাচনি ইশতেহারের ‘শিল্প-বাণিজ্য, যোগাযোগ ব্যবস্থা ও অবকাঠামো উন্নয়ন’ খাতের ৬ নম্বরে রয়েছে রাজশাহী টু কলকাতা ট্রেন ও রাজশাহী টু কলকাতা বিমান এবং রাজশাহী টু কলকাতা সরাসরি বাস সার্ভিস চালু করা। এর আগে ২০১৮ সালের নির্বাচনি ইশতেহারের ৭ এর খ নম্বরে লেখা ছিল ‘রাজশাহী-কলকাতা ট্রেন সার্ভিস চালু করা।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ