Views Bangladesh Logo

কমলাপুর থেকে ৭ ঘণ্টা পর সারাদেশে ট্রেন চলাচল শুরু

কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে প্রায় ৭ ঘণ্টা পর সারাদেশের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। সরকারি তিতুমীর কলেজকে স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে ঢাকার মহাখালীতে রেলপথ অবরোধ করে রাখা শিক্ষার্থীরা তাদের কর্মসূচি স্থগিতের ঘোষণা দেয়ার পর স্বাভাবিক হয় রেল যোগাযোগ।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টা দিকে ট্রেন ছেড়ে যাওয়ার ঘোষণা দেন স্টেশন মাস্টার শাহাদাত হোসেন।

তিনি বলেন, এখনও পর্যন্ত ১৬টি ট্রেনের সিডিউল বিলম্ব হয়েছে। লাইন ক্লিয়ার হলে আমরা সব ট্রেন ছেড়ে দিব। এখনও শিডিউল করা হয়নি। ওইপাশে ক্লিয়ার হলে শিডিউল সাজানো হবে।

বিমানবন্দর রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, বিমানবন্দর স্টেশনে আটকে থাকা এগারসিন্ধুর এক্সপ্রেস ট্রেন ৯টা ৫০ মিনিটে ঢাকা স্টেশনের উদ্দেশ্যে ছেড়ে গেছে। তেজগাঁও স্টেশনে আটকে থাকা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ৯টা ৫০ মিনিটের পরে বিমানবন্দর স্টেশনের উদ্দেশ্যে যাত্রা করেছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ